হ্যা আমারই ভুল হয়েছে, আলোচনাতে বৃহস্পতিবারই ছিল, আমি ভুল করে শুক্রবার বলেছি। এর জন্য দুঃখিত। তাহলে বৃহস্পতিবার সবাইকে যথাসময়ে সভায় আমন্ত্রণ। আর আপনাদের অনুরোধ করবো, আরও উইকিপিডিয়ান যারা এই মেইলিং লিস্টে যুক্ত হননি তাদের এখানে যুক্ত হতে আমন্ত্রণ জানান, বিশেষ করে যারা ইংরেজী উইকিপিডিয়ার সাথে জড়িত তারা এখনও এখানে যুক্ত হননি।

তাদের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা বলে একটাই সমস্যা, তারা অনেকে বাংলা টাইপ করতে পারেন না এমন কি তাদের কম্পিউটারে উইনিকোড বাংলা দেখার ব্যবস্থা পর্যন্তও নাই। তাই আপনাদের অনুরোধ করবো তাদের এ ব্যাপারে সাহায্য করার। ইংরেজী উইকিপিডিয়াতে যান দেখুন কে আছেন, তাকে আমন্ত্রণ জানান এবং জিজ্ঞাসা করুন তার এমন কোনো সমস্যা আছে কিনা, থাকলে বলুন আপনি তাকে সাহায্য করতে পারবেন।

বেলায়েত
উইকিমিডিয়া বাংলাদেশ
http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh

2009/9/6 Faisal Hasan <faisal.mecha@gmail.com>
উইকিপিডিয়ার নিয়মিত বৈঠক নির্ধারিত হয়েছে শুক্রবার রাতে, কিন্তু আমার যদ্দুর মনে পড়ছে দিনটা বৃহস্পতিবার ঠিক হয়েছিল। তাছাড়া শুক্রবার সবারই ছুটির দিন বিধায় বৃহস্পতিবারটা সুবিধাজনক ছিল বলেই আমার মনে হয়।
প্রথম অনলাইন বৈঠক সম্বন্ধে বলব একসঙ্গে ১১ জন উইকিপিডিয়ানের সাথে মত বিনিময় করতে পারা একটা চমৎকার ব্যাপার। উইকিমিডিয়া বাংলাদেশ যদি একটা টিম ওয়ার্ক হয় তবে এ ধরণের বৈঠক আমাদের টিম স্পিরিট বাড়াবে। আর মিটিং এ আমরা বাংলা উইকির যেসব শূণ্যতা জরুরি ভিত্তিতে পূরণ করা দরকার তা নিয়ে আলোচনা করতে পারি, যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের উইকি যথেষ্ট পরিমাণ সমৃদ্ধ নয়, এমনকি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিবন্ধটিও সম্পূর্ণ নয়।
তাছাড়া আমরা সবাই যখন একই লক্ষ্যে কাজ করছি তখন একসাথে সপ্তাহে একঘন্টা কাটানোটা নিশ্চয়ই খুব বোরিং কিছু হবে না!

ফয়সল হাসান,
উইকিমিডিয়া বাংলাদেশ।

_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd




--
Belayet Hossain
http://www.facebook.com/bellayet
Knowledge is universal
             ...so share it.

Hillel____
If I am not for myself, who will be for me?
If I am only for myself, what am I?
If not now, when?