গুগল ম্যাপে এটি আমি তৈরী করেছি। ম্যাক ভাই ঠিক বলেছেন, এটি বিডিওএসএন অফিসের ঠিকানা। তবে উইকিমিডিয়া বাংলাদেশের ঠিকানা হিসাবে এটি ব্যবহার করা হচ্ছে যতদিন না নতুন কোথাও অফিস নেয়া হয়। তাই গুগল ম্যাপে সেভাবে লেখা হয়েছে।

আর ঠিকানা হিসাবে বিডিওএসএন অফিস বা হাছিব ভাই যেমন বললেন কাটাবন ঢাল এমন লেখা যায় না । আর যেহেতু এটি মূল অফিসের ঠিকানা তাই বিডিওএসএন এর কথা আলাদা করে ঠিকানাতে উল্লেখ করা হয়নি। আপনি বলাতে বিষয়টি আলোচনায় আসলো।

তবে আপনি যেভাবে বললেন, সেই রকম কনফিউজ করার জন্য এটি দেয়া হয়নি। প্রথমত অনুষ্ঠান স্থান হিসাবে ঠিকানা দেয়া হয়েছে। আর আমার মনে হয়েছে হয়তো এমন কেউ আছেন যে অফিস খুজে নাও পেতে পারেন তাই লিংকটি দিয়েছে। মনে হয় বুঝাতে পেরেছি।

ধন্যবাদ
নাসির খান সৈকত

2011/12/12 Tanvir Rahman <wikitanvir@gmail.com>
এটি কি BdOSN এর অফিস ঠিকানা নয়? আমার তো মনে এটি জামিল সারোয়ার ট্রাষ্টের সাথে বিডিওএসএন এর যে অফিস, সেটির ঠিকানা ও লোকেশন। যদি তাই হয়। তাহলে, BdOSN এর অফিসে মিটিং বলে দিলে সবচে' সুবিধা হতো। মেইলিং লিস্টের প্রায় সকলে, BdOSN এর অফিস চেনে। কনফিউজ করছো কেনো তোমরা।

এখানে কেউ কোনো কিছু কনফিউজ করছে না। অফিস উইকিমিডিয়া বাংলাদেশের, জামিল সারওয়ার ট্রাস্টের, নাকি বিডিওএসএন-এর এরকম কোনো কথাই এখন পর্যন্ত ওঠেনি। আপনিই প্রথম তুললেন। কনফিউজের প্রশ্ন তাই কেনো আসলো বোধগম্য নয়, বরং আপনার কথাতেই আমি কিছুটা কনফিউজড।

নাসির ভাই ম্যাপের লোকেশন দিয়েছেন। এখন কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাছাড়া এখন পর্যন্ত কেউ কিন্তু অফিস খুঁজে পাচ্ছে না, বা পায়নি এমন কোনো প্রশ্ন তোলেনি। :-)

তানভির


_______________________________________________
Wikipedia-BN mailing list
Wikipedia-BN@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn




--
Nasir Khan Saikat