প্রিয় সবাই, 

শুভেচ্ছা..

চলতি বছর ইতালির ইনো লারিয়োতে (২২-২৬ জুন) অনুষ্ঠেয় উইকিমিডিয়ার বার্ষিক আয়োজন "উইকিম্যানিয়া ২০১৬"তে স্কলারশিপ প্রাপ্তদের ইতিমধ্যে জানিয়ে দেয়া হয়েছে..চলতি বছর বাংলাদেশ থেকে আমি এ স্কলারশিপ পেয়েছি..সবকিছু ঠিক থাকলে আমি তৃতীয় বারের মতো যোগ দেবে এ আয়োজনে..

অন্য আর কেউ কি স্কলারশিপ পেয়েছেন? পেলে এখানে জানান..বাংলা উইকিপিডিয়া থেকে অন্য আর কে স্কলারশিপ পেয়েছেন সেটা জানতেই অন্যান্যবারের মতো এবারও এ ই-মেইলটা করা.. :)

ধন্যবাদ সবাইকে..


-হাছিব


--
Nurunnaby Chowdhury (Hasive)
@nhasive • www.fb.com/NCHasive
Sent from my iPhone 6 Plus device