2013/8/14 Tanweer Morshed <wiki.tanweer@gmail.com>
গত উইকি-ইফতারে এ নিয়ে আমাদের কিছু আলোচনা হয়েছিল। এটা অবশ্যই একটা উল্লেখযোগ্য উপলক্ষ যেটা বেশ বড় পরিসরে উদযাপন করা যায়।

উইকি-ইফতারের আলোচনায় একটা বিষয় উঠে এসেছিল যে, এই দশ বছর উদযাপন অনুষ্ঠানটা বাংলাদেশে অন্যান্য যেসব ওপেন সোর্স সংস্থা বা প্রতিষ্ঠান যেমন- মোজিলা, লিনাক্স ইত্যাদি কাজ করছে; তাদের সাথে একত্রে এবং একই ছাদের নিচে এই আয়োজনটা হবে। কিন্তু বাংলা উইকির দশ বছর- এটা বেশ তাৎপর্যপূর্ণ একটা উপলক্ষ, যেটা শুধু উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনেই হওয়া উচিত।

আপনার সাথে একমত যে এটা একটি তাৎপর্য পূর্ণ উপলক্ষ। এ উপলক্ষ অন্যদের মত উইকিমিডিয়ার বাংলাদেশের জন্যেও একটি তাৎপর্য কিন্তু তা শুধুমাত্র উইকিমিডিয়া বাংলাদেশেরই আয়োজন করা উচিত অন্যদের নয়। আমি এমন কথার সম্পূর্ণ বিরোধী। এ উপলক্ষ যে যার মতন করে উদযাপন করতে পারেন। উইকিমিডিয়া বাংলাদেশও তাদের মতন করে করতে পারে।

এতে স্পনসর থাকতে পারে, কিন্তু আয়োজক একটাই- উইকিমিডিয়া বাংলাদেশ। এর উদ্দেশ্য একটাই- যাতে ফোকাসটা কেবল বাংলা উইকিপিডিয়া উপরেই থাকে। তাছাড়া এর ফলে বাংলা উইকিপিডিয়া ও উইকিমিডিয়া বাংলাদেশের প্রচার বাড়বে।

অন্যরা যে যার মতন করে আয়োজন করার অধিকার রাখে। প্রয়োজনে তারা উইকিমিডিয়া বাংলাদেশের কাছে সহযোগীতা চাইতে পারে, সেভাবে উইকিমিডিয়া বাংলাদেশ তাদের পরিকল্পনা এবং আয়োজন সাঁজাতে পারে, প্রয়োজনে উইকিমিডিয়া বাংলাদেশ তাদের হয়ে স্পন্সর খুঁজতে পারে, নিজে স্পন্সর হতে পারে। তবে উইকিমিডিয়াই একমাত্র আয়োজক হবে এমন ধারণা সম্পূর্ণ অমূলক। মনে রাখতে হবে উইকিমিডিয়া বাংলাদেশ উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার প্রকল্পগুলোর প্রচারণা এবং উন্নয়নে একটি সহযোগী প্রতিষ্ঠান মাত্র, এ বিষয়ে একমাত্র অধিকারী সত্ত্বা নয়।

আর এর আয়োজনের উদ্দেশ্য আসলে একটা হওয়া উচিত নয়। এতো বড়ো উপলক্ষে শুধুমাত্র একটি উদ্দেশ্যকে ফোকাস করবে। এ ধারনা এর তাৎপর্যকে সম্পূর্ণরূপে উপলব্দীতে ব্যর্থতা বলে আমি মনে করি। বাংলা উইকিপিডিয়ার সাথে সাথে এই উপলক্ষে অন্য সহযোগী প্রকল্পেরও ফোকাস থাকা উচিত। এর আয়োজন এমন হওয়া উচিত যে তা বহুমুখী এবং বহুমাত্রিক উদ্দেশ্যকে ফোকাস করে। বাংলা উইকিপিডিয়ার এবং উইকিমিডিয়ার বাংলাদেশের প্রচারণা জরুরী। বাংলা উইকিপিডিয়া এবং এর অন্যান্য প্রকল্পের প্রচারণার কথা সকলেরই তাদের আয়োজনে স্বাধীনভাবে ফোকাস হওয়া উচিত, উইকিমিডিয়া বাংলাদেশের প্রচারণা উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনেই ফোকাস পাবে এমনটাই স্বাভাবিক।

বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে একই ছাদের নিচে আয়োজন- আইডিয়াটা ভালো, কিন্তু আমার মনে হয় সেটা অন্য কোন অনুষ্ঠানের (যেমন ২০১২ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত উইকিপিডিয়া আনকনফারেন্স) ক্ষেত্রে হতে পারে।

আমরা আপাতত এই থ্রেডে বাংলা উইকিপিডিয়ার ১০ বছর উদযাপনের আয়োজনকেই প্রাধান্য দিতে চাই। তাই অনুরোধ করবো এই বিষয়টিকেই ফোকাস করুন। সবচেয়ে ভালো হয় যদি ইংরেজি ভাষায় আলোচনা করা যায়। তাতে আইডিয়া এবং পরিকল্পনার কথা অন্য ভাষার লোকেরা সহজে জানতে পারবে। তারা পরামর্শ এবং সহযোগীতা করতে পারবে।


বেলায়েত
--
Belayet Hossain
http://www.facebook.com/bellayet
http://bn.wikipedia.org/wiki/user:bellayet
http://twitter.com/bellayet
http://bellayet.wordpress.com (Bangla)
Knowledge is universal
              ...so share it.