রাজশাহী এবং এর আশেপাশের এলাকাতে অবস্থানকারী উইকিপিডিয়ান বৃন্দ,

আপনারা জানেন বাংলায় একটি সমৃদ্ধ বিশ্বকোষ গড়ে তুলতে আমরা যে যার অবস্থান থেকে উইকিপিডিয়াতে অবদান রাখছি। আমাদের এই সন্মিলিত প্রচেষ্টায় বাংলা উইকিপিডিয়া একটু একটু করে পরিণত হয়ে উঠছে। উইকিকে আরও সমৃদ্ধকরার জন্য প্রয়োজন একটি শক্তিশালী উইকি কমিউনিটি গড়ে তোলা। যার দ্বারা উইকিপিডিয়ানরা নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যমে উইকিকে নিয়ে আরও চিন্তা ভাবনা করবে এবং পারস্পরিক অভিজ্ঞতা আদান প্রদান করবে।

উইকিপিডিয়ানদের এই যোগাযোগটা হয়ে থাকে উইকিমিটআপের মাধ্যমে। এই আয়োজনে উইকিপিডিয়ানরা বাস্তবে কোন একজায়গায় একত্র হয়ে নিজেদের মাঝে উইকি নিয়ে আলোচনা করেন। এমন মিটআপ বাংলাদেশেও হয়। ইতিপূর্বে ঢাকায় বিভিন্ন সময় ৭টি মিটআপ হয়েছে এবং ৮ম ঢাকা মিটআপের জন্য আয়োজন চলছে।

উইকিপিডিয়ানদের নিজেদের ব্যস্ততা এবং বিভিন্ন সমস্যার কারনে ঢাকায় গিয়ে মিটআপে অনেক সময়ই যোগ দেওয়া সম্ভব হয়না। এর জন্য একটা কাজ করা যেতে পারে নিজ নিজ এলাকায় উইকিপিডিয়ানদের নিয়ে নিজেরাই মিটআপ আয়োজন করা যায়। বেলায়েত ভাইয়ের এই লেখা থেকে জানা যায় চট্টগ্রামে এইবার মুনির হাসানের নেতৃত্বে কয়েকবার সেখানকার উইকিপিডিয়ানরা একত্র হয়েছেন।

এখন আমরা রাজশাহীতে এবং এর আশেপাশের বিভিন্ন এলাকাতে যেসব উইকিপিডিয়ান আছি, তারা কি একটা মিটআপ আয়োজন করতে পারিনা?

রাজশাহী এবং এর আশেপাশের বিভিন্ন এলাকাতে অবস্থানকারী উইকিপিডিয়ানদের কাছে এই বিষয়ে মতামত আহবান করছি। এই অঞ্চলের উইকিপিডিয়ানরা দয়া করে এই থ্রেডে মেইল করে নিজেদের উপস্থিতি এবং মতামত জানান।  আমার ঠিক জানা নেই এই অঞ্চলে ঠিক কতজন উইকিপিডিয়ান আছেন। এটা জানা প্রয়োজন। এই অঞ্চলে উইকিপিডিয়ানদের আগ্রহের উপর ভিত্তি করে আমরা মিটআপ আয়োজন বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে পারি।

আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম।

উইকিমিট আপ বিষয়ে আরও বিস্তারিত জানতে এই মেইলের শেষে যোগ করা লিংকগুলো চেক করুন।

বিনীত
--কাজী ফয়সাল


  1. উইকিপিডিয়া কমিউনিটি মিটআপ: আয়োজন করুন আপনার শহরে

  2. http://meta.wikimedia.org/wiki/The_Wikipedia_Community

  3. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Meetup
  4. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Meetup/Dhaka