> গ্রেট ওয়ার্ক, তানভীর।
>
> তবে, সাধারণ লোকেরা বা বিশেষ লোকেরা এভাবে ছবি দিতে আগ্রহী হবে না বলে আমার মনে
> হয়। আমাদেরকে আর একটু বাড়তি কষ্ট করতে হবে। ড. রফিকুল ইসলামের কাছ থেকে আমরা
> তার ১৯৫২ সালের ছবিগুলোর হার্ডকপি নিয়েছিলাম। সে সঙ্গে তিনি একটি কাগজে
> লাইসেন্স বক্তব্যটি লিখে দেন। বিডিওএসএন থেকে আমরা এ জন্য একটি অনুষ্ঠানের
> আয়োজন করি।এরপর প্রথম আলোতে সেগুলো স্ক্যান করে সিডিটি নিয়ে যান বেলায়েত এবং
> সেগুলো আপলোড করেন।
> চট্টগ্রামের আজিম একটি সিডি চট্টগ্রামে আমার হাতে দেন যদিও সেটি পড়া যাচ্ছে না।
> আমরা হয়তো সেটিও আপলোড করতে পারবো।
> কাজে, গণ ছবি দেওয়ার ক্ষেত্রে লোকজনকে সিডি দিতে উতসাহিত করাটা ভাল।
> আমি এখন কয়েকজনের সঙ্গে আলাপ করছি কিছু বিরল ছবির জন্য। সেগুলো আমাদেরকে
> স্ক্যান, আপলোড করতে হবে, তিনি কেবল সম্মতি দেবেন। বিডিওএসএন অফিস বা অন্য কোন
> জায়গা থেকে ভলান্টিয়াররা তারপর সেটি কমন্স-এ আপলোড করতে পারবেন।
>
> তবে, যারা নিজেরা কষ্ট করে ঐ কাজটা করবেন, তাদেরকে এ জগতে ধরে রাখার কায়দা
> কানুনগুলো আমাদের আরো ভালভাবে রপ্ত করতে হবে। যাতে তারা হয়রান বোধ না করেন।
>
> সুন্দরবনের ওপেন সোর্স কংগ্রেসে আমরা বাংলা উইকি আনকনফারেন্স চূড়ান্ত করতে
> পারবো বলে আশা করছি।
>
> সবার জন্য শুভেচ্ছা।
>
>
> মুনির হাসান
>
> 2010/11/23 Tanvir Rahman <
wikitanvir@gmail.com>
>>
>> অবশ্যই। সেই সাথে আপনারা ব্লগের নিচে উইকিমিডিয়া-বিডি মেইলিং লিস্টের
>> আর্কাইভে থাকা এই ই-মেইলটির কপির লিংকও দিতে পারেন। লিংকটি পাবেন
>>
http://lists.wikimedia.org/pipermail/wikimedia-bd/2010-November/000361.html
>> ঠিকানায়। এছাড়া ঐ পাতাটির একেবারে নিচে থাকা
>>
http://lists.wikimedia.org/pipermail/wikimedia-bd/attachments/20101123/51c7a05d/attachment-0001.doc
>> লিংকে ক্লিক করে ফর্মটিও ডাউনলোড করতে পারবেন।
>>
>> আরেকটা ব্যাপার একটু পরিষ্কার করি, কীভাবে ছবির কপিটির স্বতন্ত্রতা যাচাই করা
>> হবে। ছবিটির ফিঙ্গারপ্রিন্ট কমন্সের ছবির বর্ণনা পাতায় প্রদর্শিত হবে না। তাই
>> কোনো ওটিআরএস মেম্বার পুনরায় যাচাই করতে চাইলে নিজের কম্পিউটারে ছবিটি নিয়ে
>> তারপর ফিঙ্গারপ্রিন্ট জেনারেট করে মিলিয়ে দেখতে পারবেন। তখনও আইডিটি একই থাকবে।
>>
>>
>> তানভির
>>
>> 2010/11/23 goutam roy <
gtm_roy@yahoo.com>
>>>
>>> ধন্যবাদ তানভীর ভাই, সুন্দর এই পদ্ধতিটি বর্ণনা করার জন্য। আমি অনুরোধ
>>> করবো আপনি যদি কোনো ব্লগে লিখেন, তাহলে সেখানে সেটি পোস্ট করার জন্য। আর না
>>> লিখলে আমরা যারা বিভিন্ন ব্লগে লিখি তারা নিজের মতো করে এটি ছড়িয়ে দিতে পারি।
>>> ব্লগারদের আহ্বান করছি এই কাজটি তাড়াতাড়ি করার জন্য। মানুষকে এ ব্যাপারে আগ্রহী
>>> করা দরকার।
>>>
>>> .....................
>>> Goutam Roy
>>> Research Coordinator
>>> Research, Evaluation and Dissemination
>>> Plan Bangladesh
>>> Bangladesh Country Office
>>> House 14, Road 35
>>> Gulshan 2, Dhaka 1212
>>> Bangladesh
>>> T + 88-02-9861599, 9860167
>>> M+ 88-01612018951, 01712018951
>>>
goutam.roy@plan-international.org
>>>
www.plan-international.org
>>>
www.bdeduarticle.com
>>>
>>> ________________________________
>>> From: Tanvir Rahman <
wikitanvir@gmail.com>
>>> To: Discussion list for Bangladeshi Wikimedians
>>> <
wikimedia-bd@lists.wikimedia.org>
>>> Cc:
bangla_wiki@yahoogroups.com; Wikiphotos BdOSN <
wikiphotos@bdosn.org>
>>> Sent: Tue, November 23, 2010 12:05:17 PM
>>> Subject: [Wikimedia-BD] এক সাথে প্রচুর সংখ্যক ছবি অনুদানের অনুমতিনামা
>>> ওটিআরএস-এ প্রদান করা সংক্রান্ত জটিলতা প্রসঙ্গে
>>>
>>> সুপ্রিয় উইকিপিডিয়ান ও শুভানুধ্যায়ীদের অনেকে প্রায় সময়ই বলে থাকেন যে,
>>> তাঁদের বন্ধু, সহকর্মী, বা পরিচিতদের অনেকেই উইকিমিডিয়া কমন্সে ছবি অনুদানে
>>> অাগ্রহী। তাঁদের মধ্যে অনেকের প্রচুর পরিমাণে (শত শত বা হাজার হাজার) ছবি
>>> রয়েছে, যা তাঁদের নিজেদের ইন্টারনেট সংযোগের মাধ্যমে আপলোড করে ই-মেইল করা
>>> কষ্টসাধ্য। আমাদের বেশকিছু স্বেচ্ছাসেবী নিজেদের ইন্টারনেট সংযোগের মাধ্যমে
>>> সেগুলো আপলোড করতে ইচ্ছুক, কিন্তু কীভাবে এতো ছবির অনুমতি নামা ওটিআরএস-এ
>>> সুষ্ঠভাবে একটি ইমেইলের মাধ্যমে পাঠানো সম্ভব, তা নিয়ে জটিলতার ও
>>> দ্বিধাদ্বন্দের স্বীকার হন। এ ব্যাপারটির দ্বিধাদ্বন্দ কাটানো ও সহজ করাই আমার
>>> এই ইমেইলের উদ্দেশ্য।
>>>
>>> যাঁরা, সিডি/ডিভিডি বা পেনড্রাইভের মাধ্যমে প্রচুর সংখ্যক ছবি অনুদান করতে
>>> ইচ্ছুক, তাঁরা সিডি/ডিভিডি বা পেনড্রাইভে থাকা সকল ছবির একটি তালিকা বিধিসম্মত
>>> উপায়ে তৈরি করে তা ছবির স্বত্বাধিকারীর নির্দিষ্ট লাইসেন্সে অনুমতি প্রদানের
>>> ভাষ্যসহ প্রিন্ট করবেন। এরপর নির্দিষ্ট স্থানে স্বত্বাধিকারীর স্বাক্ষর নেবেন,
>>> এবং পাতাগুলো (হার্ড কপি) স্ক্যান করবেন। এরপর ছবিগুলো আপলোড করার পর ছবির
>>> লিংকগুলো যখন ওটিআরএস-এ প্রদান করবেন, তখন শুধুমাত্র অনুমতি নামার ঐ স্ক্যান
>>> ইমেজটি অ্যাট্যাচমেন্ট হিসেবে পাঠিয়ে দেবেন। সেই সাথে মেইলে অ্যাটাচমেন্টটির
>>> কথা উল্লেখ করবেন যেনো, ওটিআরএস মেম্বার অ্যাটাচমেন্টটি দেখে ছবিগুলো যাচাই
>>> করতে পারেন।
>>>
>>> এখানে যে ব্যাপারগুলোর ব্যাপারে প্রশ্ন থেকে যায়, তা হচ্ছে, ছবির
>>> সিডি/ডিভিডি বা পেনড্রাইভে যে নামে ছবি থাকবে, আপলোডের সময় তো নামটা
>>> পরিবর্তনও হতে পারে। হ্যাঁ, এটা ঠিক, তাই নিশ্চিত করার স্বার্থে আমরা প্রতিটি
>>> ছবির একটি ফিঙ্গারপ্রিন্ট বা এমডিফাইভ হ্যাশ জেনারেট করবো, যা প্রত্যেকটি
>>> ছবিকে স্বতন্ত্র পরিচয় দেবে। এই আইডি কীভাবে জেনারেট করবেন, তা এখন আমি বর্ণনা
>>> করছি।
>>>
>>> প্রথমে লিনাক্স/ইউনিক্স ব্যবহারকারীদের জন্য, কারণ এই মাধ্যমেই এটা সবচেয়ে
>>> সহজ হবে। কোনো বাড়তি সফটওয়্যার ইন্সটলের প্রয়োজন নেই!
>>>
>>> সিডি/ডিভিডি বা পেনড্রাইভ প্রবেশ করান
>>> টার্মিনালে যান
>>> cd কমান্ডের মাধ্যমে সিডি/ডিভিডি বা পেনড্রাইভের নির্দিষ্ট লোকেশনে যান।
>>> সচরাচর এর জন্য কমান্ডটি হবে cd /media/ এবং এরপর আপনার সিডি/ডিভিডি বা
>>> পেনড্রাইভের নাম। উদাহরণস্বরূপ নাম যদি হয় karim তবে লোকেশন হবে, cd
>>> /media/karim এরকম। নামে স্পেসসহ শব্দ থাকলে স্পেসের আগে \ (ব্যাকস্ল্যাশ)
>>> বসিয়ে স্পেস দিন। যেমন: karim hossain নাম হলে, cd /media/karim\ hossain লিখতে
>>> হবে। নাম কেস সেন্সিটিভ, তাই ছোট বা বড় যেভাবে আছে সেভাবেই লিখতে হবে। যদি
>>> সিডি/ডিভিডিতে একাধিক ফোল্ডার থাকে তবে সেগুলোর জন্য আবারও cd কমান্ড
>>> অ্যাপ্লাই করতে হবে। যেমন karim নামের সিডি ভেতরে যদি একটা ফোল্ডার থাকে rahim
>>> নামে, তবে cd /media/karim কমান্ডের পর cd rahim লিখে এন্টার দিতে হবে। চাইলে
>>> সরাসরি cd /media/karim/rahim এভাবেও লিখতে পারেন।
>>> এরপর লিখুন md5sum *
>>> ব্যস, স্বয়ংক্রিয়ভাবে ছবির নাম ও ফিঙ্গারপ্রিন্ট জেনারেট করা শুরু হচ্ছে
>>> কাজ শেষ হলে লিস্টটা কপি করে পেস্ট করুন ফর্মের (কোন ফর্ম? নিচে দেখুন)
>>> নির্দিষ্ট স্থানে। এবার সেভ করুন; অতঃপর প্রিন্ট করুন
>>>
>>> এবার উইন্ডোজে এই লিস্ট জেনারেটের উপায়:
>>>
>>> প্রথমেই আপনাকে উইন্ডোজের জন্য এমডিফাইভ সাম জেনারেটর সফটওয়্যার ডাউনলোড
>>> করে নিতে হবে। আপনি এই লিংক থেকে, এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। আমি
>>> যে পদ্ধতি বলছি, তা এঁদের সফটওয়্যারের ইন্টারফেস অনুসারেই বিবৃত। ফাইলটির সাইজ
>>> মাত্র ৪৬৩ কিলোবাইট।
>>> ফাইলটি আনজিপ করুন। md5summer.exe নামের একটি ফাইল আসবে, ঐটিতে ক্লিক করুন।
>>> একটি ডি-বক্স আসবে, সেখান থেকে আপনার সিডি/ডিভিডি বা পেনড্রাইভের লোকেশন
>>> দেখিয়ে দিন
>>> বক্সটির নিচে দেখবেন চেকসাম টাইপ MD5 করা আছে, না থাকলে করে নিন ও Create
>>> sums-এ ক্লিক করুন
>>> আরেকটি ডি-বক্স আসবে। সেখানে বাম পাশের কলামে আপনার সিলেক্ট করা ডিরেক্টরিতে
>>> থাকা ফাইলগুলোর নাম দেখাবে।
>>> এবার নিচে থাকা Select all-এ ক্লিক করুন, সবগুলো ফাইল সিলেক্ট হলে Add-এ
>>> ক্লিক করুন।
>>> দেখবেন সবগুলো ফাইল ডান পাশের কলামে চলে গেছে এবার OK-তে ক্লিক করুন।
>>> নতুন উইন্ডোতে ফিঙ্গারপ্রিন্ট বা এমডিফাইভ হ্যাশ জেনারেট করা শুরু হবে।
>>> জেনারেট করার প্রক্রিয়া শেষ হলে সেভ করার অপশন আসবে, না আসলে ঐ উইন্ডো
>>> থেকেই Save-এ ক্লিক করুন
>>> ফাইলের নাম নাম ও সেভের লোকেশন দিন, এরপর Save as type-এর জন্য নির্বাচন
>>> করুন Text files (*.txt)
>>> কাজ শেষ। এইবার যেখানে সেভ হলো সেখান থেকে শুধু লিস্টটা কপি করুন ও ফর্মের
>>> নির্ধারিত জায়গায় পেস্ট করে দিন
>>>
>>> এখানে একটি ব্যাপার বলি, যেহেতু আপনি প্রিন্ট করছেন, তাই লে-আউটটা একটু
>>> সুন্দর ও বিবরণমূলক হলে, তা ওটিআরএস মেম্বারের জন্য সুবিধাজনক। সে জন্য আমি
>>> একটি মোডিফায়েড লে-আউট তৈরি করেছি, যা ডকুমেন্ট ফরম্যাটে এই ইমেইলের সাথে
>>> অ্যাটাচমেন্ট হিসেবে আছে। অাপনাদেরকে ঐ লেআউটটি ব্যবহার করে অনুমতিনামা তৈরির
>>> অনুরোধ। ফর্মটি করা হয়েছে এফোর সাইজের কাগজে। ফর্মটি দুই পাতার, প্রথম পাতাটি
>>> অবশ্যই প্রিন্ট করবেন। যদি লিস্ট একাধিক পাতায় যায়, তবে দ্বিতীয় পাতায় যেভাবে
>>> দেওয়া আছে, পরবর্তী সকল পাতায় সেভাবে স্বত্বাধিকারীর নাম, স্বাক্ষর, তারিখ, ও
>>> ই-মেইল ঠিকানা যুক্ত করা আবশ্যক। ফর্মটি এই ই-মেইলের সাথে দেওয়ার আরেকটি
>>> উদ্দেশ্য হলো, যাতে শুধু ভলান্টিয়ারদের কাছে এসে নয়, বরং সম্মানিত দাতাগণ
>>> নিজেরাও যাতে ছবির ফর্মটি তৈরি করে স্বাক্ষরসহ নিয়ে আসতে পারেন।
>>>
>>> আপলোডারের উদ্দেশ্যে: যখন ওটিআরএস-এর কাছে পাঠানো ই-মেইলে কমন্সের
>>> আপলোডকৃত পাতার লিংক যুক্ত করবেন, তখন লিংকের পাশে ঐ ফর্ম থেকে ঐ আপলোডকৃত
>>> চিত্রের নামটিও উল্লেখ করে দিতে হবে (ফিঙ্গারপ্রিন্ট নয়, বরং তার পাশে থাকা
>>> চিত্রের নাম) যেনো যাচাই করার জন্য ওটিআরএস মেম্বার চিত্রটি খুঁজে পান।
>>> ব্যাপারটি হতে পারে অনেকটা এরকম:
>>>
>>> Photographer gave consent (see attachment). Original file names are in
>>> brackets.
>>>
>>> *
http://commons.wikimedia.org/wiki/File:Example.jpg - (Something.jpg)
>>>
>>> আশা করছি বাল্ক অ্যামাউন্টের ছবি ডোনেশন নিতে ও অনুমতি নামা সুন্দরভাবে
>>> প্রদানে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। যে-কোনো জিজ্ঞাসায় এই থ্রেডে বা
>>> ই-মেইলে আমায় প্রশ্ন করতে পারেন। এছাড়া নির্দিষ্ট কোনো স্থানে ক্যাম্পেইন
>>> আয়োজন করলে (হতে পারে সামনের উইকিমিটআপেই) আমি তা হাতেকলমে দেখিয়ে দিতে
>>> পারবো। সবাইকে ধন্যবাদ।
>>>
>>>
>>> তানভির
>>>
>>> পুনশ্চ: আপনারা চাইলে এই ই-মেইলটির মূল কথা আরও সহজভাবে লিখে বা ছবি
>>> টিউটোরিয়ালের মাধ্যমে তা নিজস্ব ব্লগ বা ওয়েবসাইটে ছড়িয়ে দিতে পারেন। অথবা
>>> আমাদের মেইলিং লিস্ট থেকে সরাসরি এই থ্রেড/মেইলটির লিংকও প্রদান করতে পারেন।
>>>
>>>
>>> _______________________________________________
>>> Wikimedia-BD mailing list
>>>
Wikimedia-BD@lists.wikimedia.org
>>>
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>>>
>>
>>
>> _______________________________________________
>> Wikimedia-BD mailing list
>>
Wikimedia-BD@lists.wikimedia.org
>>
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>>
>
>
>
> --
> Munir Hasan
> General Secretary
> Bangladesh Open Source Network
> Jamil Sarwar Trust,
> 278/3 Elephant Road (3rd floor), Dhaka
>
http://www.bdosn.org
> Blog :
http://www.somewhereinblog.net/blog/munirhasan
> "The best way to predict the future is to invent it."--Alan Kay
>