রাগিব ভাই,
কোনো লিঙ্ক থাকলে জানাবেন, তাকে অন্তত কিছুতো দেওয়া যাবে।
বেলায়েত
2009/8/27 Belayet Hossain <bellayet@gmail.com>:
> উইকিম্যানিয়ার দ্বিতীয় দিনে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ভাষা কমিটির সদস্য জেরার্ডবিভিন্ন সময়ে বাংলাদেশের পত্রপত্রিকাতে এটা লেখা হয়েছে। যেমন, প্রথম
> মেইজেনের সাথে কথা হচ্ছিল, তিনি জানালেন মিডিয়া উইকি ট্রান্সলেশন এখন থেকে লাইভ
> হবে। এর মানে হল ট্রান্সলেশনের পরে মাত্র ২ দিনের মধ্যেই তা উইকিমিডিয়া
> প্রজেক্ট সমূহ এবং দিনের সংস্করণে ঐ ট্রান্সলেশন চলে আসবে। তাই এখন থেকে
> ট্রান্সলেশন করে তা সাইটে আসার জন্য অপেক্ষা করতে হবে না।
>
> জেরার্ড আরও জানালেন, বাংলা উইকিপিডিয়া ইন্টারনেটে বাংলা ভাষার সবচেয়ে বড়
> তথ্যভান্ডার এ কথাটির একটি অফিসিয়াল সোর্স তার দরকার। যেমন কেউ গবেষণা করে
> কোথাও উল্লেখ করেছেন এমন কোন সূত্র দরকার। কেউ কি এমন কোন সূত্র দিতে পারবেন?
>
আলো, Daily Prothom Alo, ডিসেম্বর ২২, ২০০৬। কিন্তু এছাড়া অন্য কোনো
সোর্স থেকে এটার সূত্র দেয়ার উপায় নাই। কারণ এই বিষয়ে কেউই কখনো লিখেনি
কোথাও। কাজেই পত্রপত্রিকার রেফারেন্স দেয়া যেতে পারে।
--
রাগিব
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd