জিমেইলের ক্ষেত্রে বা যদি কেউ জি-মেইল সমর্থিত মেইল সার্ভিস ব্যবহার করেন তবে সাবজেক্টের নিচে, মেইলিং লিস্ট ও মেইলড বাই অপশনের নিচেই "আনসাবস্ক্রাইবড ফ্রম দিস মেইলিং লিস্ট" নামক একটি অপশন থাকে, যা "শো ডিটেইলস"-এ ক্লিক করলে দেখা যায়। অন্যগুলোর ব্যাপারে জানা নেই।
ঠিক..এ লেখাটা আমি অন্যান্য গ্রুপেও দেখেছি..কিন্তু এ গ্রুপে শো ডিটেইলস ক্লিক করলেও এমন কোন লেখা দেখায় না..