সুধী,

আনন্দের সাথে জানাচ্ছি যে, নাহিদ সুলতান ভাই মেটা-উইকিতে গত ১ জানুয়ারি ২০১৫ তারিখ প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন। বাঞালি উইকিমিডিয়া সম্প্রদ্বায় থেকে তানভির রহমান ভাইয়ের পরে নাহিদ ভাই দ্বিতীয় প্রশাসক হিসেবে মেটাতে নির্বাচিত হলেন।

নাহিদ ভাইকে অভিনন্দন। আশা করছি বৈশ্বিক উইকিমিডিয়া আন্দোলনে নাহিদ ভাইয়ের উত্তরোত্তর অবদান অব্যাহত থাকবে।


Regards,
Tanweer