প্রিয় সবাই,
ঢাকায় উইকিপিডিয়ানদের নিয়মিত আড্ডার অংশ হিসেবে আমরা আগামীকাল শুক্রবার ১০ই আগস্ট বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে আড্ডা দেব। আড্ডায় বাংলাদেশের চলমান উইকিমিডিয়ার বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হবে। নতুন ও পুরাতন সবাইকে আমন্ত্রণ :)
বিস্তারিত:
ইভেন্ট পাতা: https://bd.wikimedia.org/s/1cs
ফেসবুক ইভেন্ট: https://facebook.com/events/254428335280870