প্রিয় সবাই,
শুভেচ্ছা..সম্প্রতি বাংলা উইকিপিডিয়াতে নারায়ম নামের নতুন একটি এক্সটেনশন যুক্ত করা হয়েছে। এর ফলে কম্পিউটারে অতিরিক্ত কোনো সফটওয়্যার ইনস্টল করা ছাড়াই উইকিপিডিয়াতে বাংলা লেখা যাবে। এই এক্সটেনশনটি বাংলা উইকি সংকলনসহ অন্যান্য ভাষার বেশ কিছু উইকিপিডিয়াতে অনেকদিন আগে থেকেই ব্যবহার করা হচ্ছিল। বর্তমানে বাংলা লেখার জন্য এ এক্সটেনশনে বাংলাদেশের জাতীয় কীবোর্ড, ভারতের ইনস্ক্রিপ্ট, অভ্র কীবোর্ড এবং প্রভাত কীবোর্ডসহ মোট চারটি লেআউট যুক্ত করা আছে। জনপ্রিয় বাংলা আরো কিছু লেআউট যুক্ত করার ব্যাপারে কাজ চলছে..
পাশাপাশি এক্সটেনশনটিতে বাংলা ছাড়াও অন্যান্য ভাষায় লেখার জন্য রয়েছে প্রায় ৪০টিও অধিক লেআউট। এই এক্সটেনশনটি সকল ব্যবহারকারীর জন্যই চালু করা আছে। লেখা শুরুর আগে কীবোর্ড থেকে Ctrl+M ব্যবহার করে এক্সটেনশনটি সক্রিয় করতে হবে। এখানে ডিফল্ট হিসাবে বাংলা লেখার জন্য অভ্র কীবোর্ড নির্ধারন করা আছে। তবে ব্যবহারকরীরা তাদের পছন্দের কীবোর্ড নির্বাচন করে লিখতে পারবেন। পাশাপাশি এখানে আরও নতুন কীবোর্ড লেআউট সংযোজনের সুযোগ রয়েছে।  এ বিষয়টি দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমেও জানানো হয়েছে..

এ বিষয়ে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদের লিংক:


--
Nurunnaby Chowdhury Hasive
    (নুরুন্নবী চৌধুরী হাছিব)
FB :: Twitter:: Skype: nhasive
Bangla Wikipedia User: nhasive