সিদ্ধান্ত -
*একটি প্রদায়ক বাহিনি গঠন করা হবে বিভিন্ন ছাত্রছাত্রি দের সমন্নয়ে
*এই মুহুরতে কমিটি ৪ টি বিষয় নিয়ে কাজ করবে- চট্টগ্রামের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ, সংস্কৃতি,মনিষী,প্রতিষঠান।
পরবতিতে কাজ করা হবে যোগাযোগ, ক্রীড়া,বানিজ্জ্য বিষয়এ।
* এতে দায়িতব প্রদান করা হয়েছে-
- ইতিহাস এবং মুক্তিযুদ্ধ,সংস্কৃতি-নাসির উদ্দিন হায়দার,ডাঃ মাসুদ রানা।
-মনিষী-ইরফান নেয়াজ খান, মুমিনুর রাহমান,সৌমিত্র পালিত
-প্রতিষঠান-আদনান মান্নান,আমরান হারুন,বনকুসুম বড়ুয়া নুপুর
*এছাড়া আগামি ৪ই সেপটেমবর Wiki camp chittagong অনুস্থিত হবে আইইউবি তে ।
*৭ই অকটবর হবে ছবি তোলা প্রতিযোগিতা Wiki এর জন্য
*সেমিনার ও ক্যাম্প করা হবে-প্রিমিয়ার,ইউএসটিসি, আইইউসি,সানশাইন স্কুল,সাইডার স্কুল এ।