প্রিয় সবাই,

শুভেচ্ছা।
ইন্টারনেট জগতে সামাজিক যোগাযোগের নেটওয়ার্কসমূহ বিশ্ব সভ্যতায় একটি নতুন মাত্রা যোগ করেছে। আমাদের মতো দেশে, যেখানে ইন্টারনেট ও কম্পিউটারের সুযোগ সীমিত সেখানেও আজ এর প্রভাব লক্ষনীয়। ইন্টারনেটে জনপ্রিয় নেটওয়ার্ক ফেসবুকের সদস্যসংখ্যার বৃদ্ধির হার বাংলাদেশে ১০০০%!
২০০৯ সালের জুলবই মাসে দেশে ফেসবুক ইউজার ছিলেন মাত্র ৯৬ হাজার আর গেল মাসে ছিলেন ১০ লক্ষ ৮৫ হাজার। বিশেষ করে তরুনদের একটি বড়ো অংশ এখন ফেসবুকে যুক্ত। সম্প্রতি Social Network নামে একটি সিনেমাও মুক্তি পেয়েছে।

এই নতুন সামাজিক টুলস এর উত্থান, এর বিকাশ এবং কেমন করে আমরা এটিকে আমাদের বদলের, উন্নতির হাতিয়িার হিসাবে ব্যবহার করতে পারি তা নিয়ে একটি আড্ডার আয়োজন করা হয়েছে। বিডিওএসএন এই আড্ডার আয়োজক।
আড্ডার সময় আমরা সিনেমাটিরও কিছু অংশ দেখবো। তারপর আলাপ করবো এর নানান দিক নিয়ে।
আমাদের এই আড্ডা ফ্যাসিলিটেট করবেন বিডিএক্সপ্যাট-এর সুমন জাহান।

স্থান ও সময়সূচী;

স্থান : জামিল সারোয়ার ট্রাস্ট, বিডিওএসএন, ২৭৮/৩ এলিফেন্ট রোড, ঢাকা। (http://www.bdosn.org/index.php?option=com_contact&view=contact&id=1&Itemid=17)
তারিখ : ১০ ডিসেম্বর, শুক্রবার
সময় ; বিকেল ৩টা থেকে

সবার আমন্ত্রণ।

মুনির হাসান
সাধারণ সম্পাদক
বিডিওএসএন