প্রিয় সবাই,
বিডিএএসএনের পক্ষ থেকে সবাইকে জানাই ফাগুন মাসের শুভেচ্ছা।
অনেকেরই হয়তো মনে আছে, ২০০৭ সাল থেকে আমরা প্রতিবছর ২১ ফেব্রুয়ারি বিকেলে আমরা বই মেলার সামনে উইকিপিডিয়ার ব্যানার নিয়ে দাড়াই! আজ যারা উইকিপিডিয়াতে কাজ করে তাদের অনেকে আমাদের এই প্রচারণা থেকে উইকিতে যোগ দিয়েছেন।
বছরে দুইবার আমরা ঘটা করে এই কাজ করি, একটি একুশেতে অন্যটি পয়লা বৈশাখে!
এবছরের একুশে বই মেলা চলে এসেছে, এসেছে একুশও।
কাজে সবাইকে স্মরণ করিয়ে দেই, আগামি ২১ তারিখ বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত আমরা বইমেলার সামনে, টিএসসির দিকে দাড়াবো, উইকিপিডিয়ার ব্যানার নিয়ে।
আর হ্যা এবার মেলায় গণিতের একটি স্টল আছে, সেখানেও আমাদের পাওয়া যাবে।
সবার জন্য শুভকামনা।
মুনির হাসান