সুধী,

আনন্দের সাথে জানাচ্ছি যে বিশ্বের উইকিমিডিয়ানদের সর্ববৃহৎ জমায়েত উইকিম্যানিয়ায় অংশগ্রহণের জন্য নিবন্ধন শুরু হয়েছে। আগামী ১৩-১৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বজুড়ে উইকিমিডিয়া সম্প্রদায় তথা উইকিপিডিয়া, এর সহপ্রকল্প, ও অনুরূপ প্রকল্পের অবদানকারী স্বেচ্ছাসেবকদের নিয়ে আয়োজিত বৃহত্তম এ বার্ষিক সম্মেলনের ষোড়শ আসর।

বিনামূল্যে নিবন্ধন করা যাবে এখানে: https://www.eventbrite.com/e/wikimania-2021-tickets-161884957265

উল্লেখ্য, সাধারণভাবে একেক বছর বিশ্বের একেক অঞ্চলে এ সম্মেলন আয়োজিত হয়ে থাকে। গত বছর থাইল্যান্ডে আয়োজনের পরিকল্পনা থাকলেও বৈশ্বিক মহামারীর কারণে তা বাতিল হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছর প্রথমবারের মত সম্মেলনটি আয়োজিত হচ্ছে অনলাইনে, ফলে সম্মেলনের এবারকার আসর অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বিস্তৃত পরিসরে হবে বলে আয়োজকদল ধারণা করছেন। 

আগ্রহীদের নিবন্ধন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।


শুভেচ্ছান্তে,
অংকন
--
অংকন ঘোষ দস্তিদার
সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ