উইকিপিডিয়া পাতাগুলোতে তানভীর ভাইয়ের কাজও প্রশংসাযোগ্য। সত্যিই খুব ভালো কাজ হচ্ছে। তানভীর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি ও উইকিপিডিয়া পাতাগুলোকে আরও অনুবাদ করার জন্য আহবান জানাচ্ছি।এবার উইকির প্রচারনার সম্পর্কে কিছু বলি। আমারা যারা উইকিতে কাজ করছি তারা সবাই চাইছেন উইকির ব্যবহারকারী বাড়ুক। সেটা যে কিভাবে সম্ভব তার কোন সহজ উত্তর নেই। বেলায়েত ভাই ব্যক্তিগত ভাবে যেটা করছেন,তার ফলে যদি একজনও ব্যবহারকারী পাওয়া যায়,তাহলে তো উত্তম।কারণ তানভীর ভাইয়ের কথা মত তাকে আমরা পেয়েছি এই প্রচারণার ফলেই। এখন মোট ব্যবহারকারীর সংখ্যা ৭,৭৮০ জন, কিন্তু সক্রিয় কয়জন? ১০ জনের মত হবে। আমি একটু ভারত তথা পশ্চিমবঙ্গের বাংলা ভাষার অবস্থাটা বলি, এখানে তো বাংলায়টাই বাঙ্গালি যুব সমাজের কাছে প্রায় ব্রাত্য । আমি ব্যক্তিগত ভাবে প্রচারণার চেষ্টা করেছিলাম, লক্ষ্য করলাম এখানে প্রায় সবাই রোমান হরফে বাংলা লেখে, তারা জানেই না বাংলা হরফেও লেখা যায়। আর তারা প্রায় সারাদিন চ্যাটিং করেই দিন কাটায়। তাদের কাছে ব্যপারটা, উইকিতে লিখে কি হবে? টাইপের। কিছু করার নেই, তবু আশা রাখি কাউকে না কাউকে আমরা পাবো, কারন এখান থেকেই তো আমরা ,অর্ণবকে পেয়েছি।--

জয়ন্ত