প্রিয় সুধি
আসসালা-মু 'আলাইকুম
বঙ্গীয় নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।
নতুন বছরে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি উইকিবার্তার বর্ষপূর্তি সংখ্যা: এপ্রিল ২০২০।
দুই বছর আগে এই দিনে যাত্রা শুরু করেছিল উইকিবার্তা। তারপর থেকে আপনাদের সবার আগ্রহে, অনুপ্রেরণায়, অবদানে হাঁটি-হাঁটি-পা-পা করে দুই বছর পার করে এলো। ধন্যবাদ আপনাদেরসহ উইকিমিডিয়া বাংলাদেশকে, উইকিবার্তার প্রদায়কদের, সম্পাদকমণ্ডলী এবং সাবেক সহ-সম্পাদককে, কারিগরী দল আর স্বেচ্ছাসেবকদের। আমরা আপনাদেরকে সাথে নিয়ে আরো বহুদূর যেতে চাই, ইনশাল্লাহ।
এই সংখ্যার আকর্ষণ: আমাদের বাংলা উইকিপিডিয়ার প্রিয়মুখ, নিবেদিত আর নিরবিচ্ছিন্ন অবদানকারী, আমাদের সবার প্রিয় সুব্রতদা'র হৃদয় নিংড়ানো সাক্ষাৎকার, তুরষ্কে উইকিপিডিয়ার উন্মুক্ত হবার সুসংবাদ, বাংলা উইকিপিডিয়ার ১৬ বছর পূর্তির খবরসহ স্বাভাবিকভাবেই করোনাভাইরাস-সংক্রান্ত খবরাখবর।
সময়টা সুসময় হয়তো নয়, কিন্তু আমরা ভবিষ্যত নিয়ে আশাবাদী অবশ্যই। ঈশ্বর আমাদের সহায় হোন।
আসুন, ঘরে থাকি। ঘরে থাকার সময় কাটাই উইকিবার্তা পড়ে, ওয়েব সংস্করণ পড়তে ক্লিক করুন:
পড়া শেষে, ফেসবুক কমেন্ট ফিচারের মাধ্যমে অবশ্যই আপনাদের মন্তব্য, ভালোলাগা, মন্দলাগা - সবই আমাদের জানাতে ভুলবেন না কিন্তু...