এর আগে উইকিমিট-আপ ১১ অনুষ্ঠিত হয় ১৬ ডিসেম্বর, ২০১১-এ কাঁটাবন /এলিফ্যান্ট রোডে অনেকটা নিরিবিলি পরিবেশে। যেখানে শুধু আমরা (উইকিপিডিয়ানরা) ব্যতিত অন্য কেউ অংশগ্রহন করেনি, যদিও ঐ মিট-আপ সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। এর কারণ হতে পারে আমরা (উইকিপিডিয়ানরা) ব্যতিত অন্য কেউ ঐ মিট-আপের ব্যাপারে জানত না এবং সেখানে কোনো ব্যানারও ছিল না। আর এবার যখন পহেলা বৈশাখের মত একটি উত্সব মুখর দিনে মিট-আপ আয়োজনের কথা ভাবছেন! যদিও উন্মুক্ত পরিবেশে কিছু লোকেদের উত্সাহিত করা যেত উইকিপিডিয়া সম্পর্কে কিন্তু এতে কিছু সমস্যাও হতে পারে আমাদের যাতায়াতের কথা ছাড়াও কনসার্ট গুলোর বিকট আওয়াজ আর ভুভুজিলা তো আছেই আলোচনা তেমন জমবে না। আমার মতে তানভির ভাইয়ের আইডিয়াটা মন্দ হয়না, এটি শুক্রবারে অনুষ্ঠিত হতে পারে? তাছাড়া অনেকেই তারিখ পরিবর্তনের কথা বলেছেন। তবে এবারের উইকিমিট-আপ ১২-এর উন্মুক্ততা অর্থবহ হবে বলে আশা করছি।

ধন্যবাদ
এস এম হেমায়েত

--- On Sat, 4/7/12, Tanvir Rahman <wikitanvir@gmail.com> wrote:

From: Tanvir Rahman <wikitanvir@gmail.com>
Subject: Re: [Wikimedia-BD] উইকিমিটআপ ঢাকা ১২
To: "Discussion list for Bangladeshi Wikimedians" <wikimedia-bd@lists.wikimedia.org>
Date: Saturday, April 7, 2012, 11:29 PM

১৪ই এপ্রিল ভাল দিন। কিন্তু ওইদিন ঢাকা শহরের বেশ কিছু রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকে বলে যোগাযোগ ব্যবস্থায় তীব্র সংকট দেখা দেয়। দূর থেকে আসার ক্ষেত্রে এটি ভাল একটি প্রতিবন্ধকতা। যোগাযোগ ব্যবস্থার কথা বিবেচনা করে আমরা কি তারিখটি পুন: নির্ধারণ ব্যাপারটি বিবেচনা করতে পারি?

তবে কি আমরা শুক্রবার করতে পারি? এক দিন আগিয়ে?

তানভির

-----Inline Attachment Follows-----

_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd