আমার জানা মতে প্রধানমন্ত্রীর কার্যলয়ের ভুতপুর্ব  এক্সেস ইনফরমেশন প্রকল্প ও বর্তমান সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ প্রকল্প একটা বৃহৎ ওয়েব পোর্টাল এর কাজে হাত দিয়েছে যেখানে এই সব ইনফরমেশন গুলো থাকছে কিন্ত সেগুলোতে কোন ইউনিক আইডি নেই।
ধন্যবাদ।

2012/9/4 Nasir Khan <nasir8891@gmail.com>
বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থানগুলোর একটি তালিকা তৈরীর কাজ শুরু করা হয়েছে। বর্তমানে উইকিপ্রকল্প বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানের তালিকা নামের দুটি তালিকা রয়েছে।
এই দুটি তালিকা থেকেই মূলত একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরী করা হবে, সেই সাথে তালিকাটি আইডেট করা হবে। স্থানের নামের পাশাপাশি এর সাথে প্রসঙ্গিক আরও কিছু তথ্য নিয়ে তালকাটি তৈরী করা হবে, যেন সকলেই তালিকাতে থাকা স্থানগুলো সম্পর্কে জানতে এবং সহজেই খুজে পেতে পারে। প্রতিটি স্থান আলাদাভাবে চিহ্নিত করার জন্য স্থানগুলোর একটি ইউনিক আইডি প্রয়োজন। বর্তমানে স্থানগুলোর জন্য বাংলাদেশ সরকার কতৃক এমন কোনো আইডি আছে কিনা সেটি জানা প্রয়োজন। যদি থাকে তাহলে সেই আইডিগুলোই আমরা ব্যবহার করবো, অথবা যদি না থাকে সেক্ষেত্রে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আইডিগুলো নির্ধারণ করবো।

কারও যদি এই ধরনের আইডি সম্পর্কে জানা থাকে তাহলে এখানে উল্লেখ করার অনুরোধ করছি।

ধন্যবাদ
নাসির খান সৈকত
user:nasir8891


[1] - http://bn.wikipedia.org/wiki/
উইকিপিডিয়া:উইকিপ্রকল্প বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা
[2] - http://bn.wikipedia.org/wiki/
বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানের তালিকা

--
Nasir Khan Saikat





_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd