প্রিয় সবাই,
আপনারা সবাই জানেন যে গত ২রা জানুয়ারি ২০১৫ তারিখে কলকাতা প্রেশ ক্লাবে উইকিপিডিয়ার আন্তর্জাতিক
সম্মেলনের ঘোষণা করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী এ
সম্মেলন শুরু হবে ৯ জানুয়ারি। আপনাদের সকলের শুভেচ্ছা ও সমর্থন আমাদের পাথেয়।
এই প্রেশ কনফারেন্স আয়োজনে যাদের নাম করতেই হবে, তার মধ্যে প্রথম হলেন, প্রোঃ অতনু সাহা । সাথে প্রোঃ ডঃ তন্ময় বীর ও আমার সকল স্বেচ্ছাসেবক বন্ধুরা (কল্যান, প্রাচতস, অনয়, সুমন্ত্র, রঙ্গন দা ও বিশ্বরুপদা, যারা আসতে পারেন নি, পার্থ ও বোধিস্বত্ত)। সকল কে জানাই ধন্যবাদ । প্রোঃ মহিদাস ভট্টাচার্য্য, নির্দেশক, ভাষা ও ভাষা বিজ্ঞান শাখা, যাদবপুর বিশ্ববিদ্যালয়, উপস্থিত আমাদের উৎসাহ দিয়েছেন।
আমি আপাতত যে সংবাদ পত্র গুলির লিঙ্ক পেয়েছি তা জানালাম,
English Media
Bengali Media:
জয়ন্ত