সহকর্মীবৃন্দ,
আমরা সম্প্রতি মেটা উইকিমিডিয়াতে মেটা এবং উইকিমিডিয়া ফাউন্ডেশন সংক্রান্ত পাতা সমূহ বাংলা ভাষায় অনুবাদের জন্য একটি টিম গঠন[০] করেছি। এতোমধ্যে আমরা একটি পাতা [১] অনুবাদের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করেছি। পাতাটির আরও কিছু কাজ, যেমন কিছু অনুবাদ এবং অনুবাদগুলোর প্রুফ দেখা ইত্যাদি কাজ বাকী আছে, যা শেষ করতে পারলে আমরা পাতাটি চুড়ান্ত ভাবে প্রকাশ করতে পারবো। এভাবে আমরা এ প্রকল্পের অন্যান্য গুরুত্বপূর্ণ পাতাগুলো অনুবাদ করবো। এ কাজে আপনাদের সাহায্যের প্রয়োজন। প্রতিদিন একলাইন করে অনুবাদের মাধ্যমে সবার সমন্বিত উদ্যোগে আমরা একাজ গুলো খুব সহজেই করতে পারবো। তাই এ কাজে আপনাদের সম্পৃক্ততা কামনা করছি। [০] অনুবাদক দলে যোগ দিন এবং [১] পাতাটির কাজ শেষ করতে সাহায্য করুন এবং ক্রমান্বয়ে নিয়মিত ভাবে পাতা অনুবাদে আমাদের সহযোগী হোন।


[০] http://meta.wikimedia.org/wiki/Translation_teams/bn
[১] http://meta.wikimedia.org/wiki/Translation_requests/WMF/Our_projects/bn

ধন্যবাদান্তে,

বেলায়েত
--
Belayet Hossain
http://www.facebook.com/profile.php?id=597135861
Knowledge is universal
             ...so share it.