প্রিয় সবাই,
গত ২৭ নভেম্বর থেকে ধারাবাহিকভাবে ঢাকার নটর ডেম কলেজে উইকিপিডিয়ার কিছু কার্যক্রম অনুষ্ঠিত হয়। যার মধ্যে ছিল কুইজ প্রতিযোগিতা, বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ লেখার প্রতিযোগিতা ও সবশেষে উইকিপিডিয়া ও এর সহ-প্রকল্প নিয়ে কর্মশালা ও আলোচনা। প্রতিযোগিতায় নটর ডেম কলেজের শিক্ষার্থীগণ বাংলা উইকিপিডিয়াতে ৮০টি নিবন্ধ লিখেছে। যারা লিখেছে তাদের প্রায় সবাই একেবারেই নতুন। ‘নটর ডেম উইকি আলাপন ১.০’ নামের এই ধারাবাহিক কার্যক্রম আয়োজনে আমাদের সাথে ছিল নটর ডেম আবৃত্তি দল। 

এ বছর নটর ডেমে উইকিপিডিয়া সম্পর্কিত বেশ ভালো কয়েকটি কার্যক্রম হয়েছে। 

ছবি পাওয়া যাবে এখানে: https://w.wiki/DXz

ধন্যবাদ
নাহিদ সুলতান