সম্প্রতি উইকিমিডিয়া ফাউন্ডেশন প্রকল্পসমূহকে মানুষের আরও কাছে পৌছে দিতে, মোবাইল বা এ ধরনের ছোট যন্ত্রে উইকিপিডিয়ার ব্রাউজিং সহায়ক সাইট তৈরির উদ্যোগ নিয়েছে। এবং যেহেতু ভারত উপমহাদেশে মোবাইলের জনপ্রিয়তা এবং প্রচলন সর্বাধিক, তাই উইকিমিডিয়া ফাউন্ডেশন উইকিপিডিয়ার বিস্তৃতি বাড়াতে এ অঞ্চলকে সর্বাধিক সম্ভবনাময় অঞ্চল হিসেবে বিবেচনা করছে এবং মূলত এ অঞ্চলের ভাষাগুলোর জন্য মোবাইল সহায়ক সাইট তৈরির প্রয়াস নেওয়া হয়েছে। এছাড়া উইকিমিডিয়া ফাউন্ডেশন মোবাইল সেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সাথেও আলোচনা করছে যাতে এই সেটগুলোতে এ ভাষাসমূহ সরাসরি সমর্থন করে। এ লক্ষ্যে ইতিমধ্যে মিডিয়াউইকির মোবাইল ইন্টারফেস তৈরির কাজ শেষ হয়েছে এবং এ ইন্টারফেসের বাংলা ভাষায় রূপান্তরের কাজও শেষ হয়েছে। যা bn.m.wikipedia.org লিঙ্ক থেকে ব্রাউজ করা যাবে। মোবাইল সহায়ক উইকিপিডিয়ার সম্পূর্ণ রূপে চালু এবং অবমুক্ত করতে আরও যা প্রয়োজন তা হল মোবাইল উইকিপিডিয়ার জন্য একটি মোবাইল পোর্টাল তৈরি করে দেওয়া, যা মোবাইল উইকিপিডিয়ার প্রধান পাতা হিসেবে কাজ করবে। যা খুব সিম্পল এবং নিয়মিত হালনাগাদ হবে।
আমি ইতিমধ্যে এই মোবাইল প্রধান পাতা নিয়ে কাজ করেছি এবং দুটো ডামি প্রধান পাতা তৈরি করেছি। যা ব্যবহারকারী:Bellayet/প্রধান পাতা (মোবাইল) এবং ব্যবহারকারী:Bellayet/প্রধান পাতা (মোবাইল) ২ লিঙ্ক থেকে দেখতে পারেন। পাতাগুলো সহজ সিম্পল রাখা হয়েছে যাতে মোবাইলে এ পাতা ব্রাউজ করতে কম ব্যান্ডউইথ প্রয়োজন হয় এবং সে দুটো সেকশনই রাখা হয়েছে যা বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত পরিবর্তন হচ্ছে। যে কোন একটি আমাদের পছন্দ করতে হবে। পাতা দুটো সম্পর্কে আপনাদের মতামত পরামর্শ এই পাতায় কামনা করছি। আরও জানতে আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন।
দাহরণ হিসেবে আমি আরও কিছু ভাষার উইকিপিডিয়ার মোবাইল পোর্টালের লিঙ্ক দিচ্ছি,
ধন্যবাদান্তে,