সাবাব ভাইয়ের কিছু কথার পরিপেক্ষিতে এই আলোচনায়  আমার অবস্থান পরিষ্কার করার জন্য আবার কিছু লিখতে হচ্ছে।

আর "পাশের মহল্লার হাজী চাঁন আমার বন্ধু" বললে "হাজী চাঁন বাদে পাশের মহল্লার সবাই আমার শত্রু" বোঝানো হবে বা সবাইকে অপমান করা হবে, এটা কোন পদের যুক্তি তাও আমি ঠিকমত বুঝলাম না।


@ সাবাব ভাই, আলোচনাটা একটি ভোট প্রক্রিয়ার সময়ের আলোচনা তাই আমি শুভাকাংখী বা শুভাকাংখী নন এই তুলনা করেছি মাত্র। তন্ময়ভাইয়ের মুল মেইলের মুল উদ্দ্যেশ্য ছিল, উইকিমিডিয়া ফাউন্ডশনের ট্রাস্টি নির্বাচন প্রসংগে যাতে সকলে নির্বাচনে  অংশগ্রহণ করেন। শুধুমাত্র একটি বাক্যে একজনকে পছন্দ হলে ভোট দেওয়ার অনুরোধ করেন। 

এ নির্বাচনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।তাদের মধ্যে পোল্যান্ডের Dariusz Jemielniak আমার বন্ধু স্থানীয় এবং
বাংলাদেশের উইকিপিডিয়ানদের একজন শুভাকাংখী।আপনারা যদি তাকে উপযুক্ত মনে করেন তবে তাকে আপনাদের মূল্যবান ভোট দিতে পারেন।

 
আমার মুল মেইলটি নিয়ে কোনও আপত্তি ছিল না, কিন্তু একটি পাবলিক মেইলিং লিস্টে কেউ কারুর হয়ে ভোট প্রার্থনা করা যায় কিনা সেটা নিয়ে দ্বিমত প্রকাশ করেছিলাম। পরে যখন আলোচনার মাধ্যমে উঠে এল, বিভিন্ন মেলিং লিস্টে কোন প্রার্থীকে ভোট দেবেন, সেটা নিয়ে নাকি  ওপেন আলোচনা চলছে।  আমি সব মেইলিং লিস্টের মেম্বার নই তাই জানি না যে কোন কোন মেলিং লিস্টে আলোচনা চলছে। নাহিদ ও তন্ময় ভাইয়ের বক্তব্য (assume good faith) থেকে সেটা জানতে পারি, এমন ওপেন আলোচনা চলে, এবং কারুর হয়ে ভোট দেওয়ার প্রার্থনাও করা যায়।  তখন আমি আপত্তির জায়গা থেকে সরে আসি।

সাবাব ভাই, আমি বরঞ্চ আপনার করা প্রশ্নটিকে এই নির্বাবাচনের ক্ষেত্রে বেশি দরকারি বলে মনে করি, কারুর হয়ে ভোট প্রার্থনা করার বদলে। Chris বা James এর পরিবর্তে Dariusz নির্বাচিত হলে স্ট্রাটেজিক কি কি লাভ / সু-পরিবর্তন হতে পারে বলে মনে করছেন? গতবারের আগের বোর্ডের James এর সামগ্রিক ভূমিকার কারণেই কি মনে হচ্ছে এবার Dariusz নির্বাচিত হলে লাভ হবে?

আমি যে কটা মেইলিং লিস্ট ঘেঁটে দেখতে পেরেছি, সেখানে এই প্রকারের আলোচনা চলছে।


ধন্যবাদ সবাই ভাল থাকবেন।