প্রিয় সুধি
আসসালামু আলাইকুম
দান-দান-তিন-দান - হ্যাঁ, উইকিবার্তার কথা বলছি। পরিপক্ক হতে শুরু করেছে আমাদের প্রিয় এই প্রকাশনা। এবার সময় হয়েছে এর তৃতীয় কিস্তির। তিনটি কিস্তি প্রকাশের পর আমরা আরোও আশাবাদী, ভালো কিছুই বোধহয় হচ্ছে...
সম্প্রদায়ের প্রত্যেকের অভূতপূর্ব সমর্থন, আর ভালোবাসায় আজকে আমরা হাজির হয়েছি একজন অন্যরকম চিন্তা-ভাবনার ধারক এক "প্রজাপতি উইকিপিডিয়ান"-কে নিয়ে... আরো আছে নবজাতক বাংলা উইকিপিডিয়ার হাল ধরা একজন নিভৃতচারী উইকিপিডিয়ানের বীরত্বগাঁথা - যিনি বাংলা উইকিপিডিয়ার একমাত্র অবদানকারী যার অ্যাকাউন্ট কবে তৈরি হয়েছে, খুদ উইকিপিডিয়ায়ও তার হদিস নেই...
ওয়েব সংস্করণ পড়তে ক্লিক করুন:
প্রতিটা নিবন্ধের নিচে ফেসবুক কমেন্ট ফিচার আছে। নিবন্ধ সম্পর্কে আপনাদের ভালোলাগা, মন্দলাগা - সবই আপনারা সেখানে মন্তব্য করে জানাবেন - এমনটা আশা আমরা করতেই পারি।
ধন্যবাদ উইকিবার্তার পাঠকদের, প্রদায়কদের, সম্পাদকমণ্ডলীকে, কারিগরী দল আর স্বেচ্ছাসেবকদের। আরো আরো ভালোর প্রত্যাশা সব সময়ই...
সব্বাইকে স্বাগতম!
_______________________________________________