২০১৯ সালের ২ অক্টোবর ঢাকার নটর ডেম কলেজে উন্মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। নটর ডেমের শিক্ষার্থীদের অংশগ্রহণে উইকিপিডিয়ার এই কর্মশালায় উইকিপিডিয়া সম্পর্কে আলোচনা, উইকিপিডিয়ায় অবদান রাখা ও উইকিপিডিয়ার সহ-প্রকল্প মুক্ত ছবির ভাণ্ডার উইকিমিডিয়া কমন্সে ছবি যুক্ত করার মাধ্যমে কীভাবে বাংলাদেশের বিষয়বস্তু উইকিপিডিয়াতে সমৃদ্ধ করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

এছাড়াও শিক্ষাক্ষেত্রে উইকিপিডিয়া ব্যবহার করে কীভাবে শিক্ষার্থীরা উপকৃত হতে পারেন সে বিষয়টিও আলোচনা করা হবে। কর্মশালাটি পরিচালনা করবে উইকিমিডিয়া বাংলাদেশ এবং এতে সহযোগিতা করছে নটর ডেম রোটার‌্যাক্ট ক্লাব।


তারিখ ও সময়: ০২ অক্টোবর ২০১৯, ১২:০০–১৩:৩০
স্থান: নটর ডেম কলেজ, ঢাকা
ঠিকানা: নটর ডেম কলেজ, ঢাকা, ঢাকা • মানচিত্র

আরো বিস্তারিত জানা যাবে এই লিংকে: https://bd.wikimedia.org/s/1p8

---
Shabab Mustafa
T. @tarunno
S. shabab.mustafa
W. https://shabab.me