চূড়ান্ত হলে সামু ব্লগে জানাব।
ব্লগার ক্যামেরাম্যান কে বলেছি, উনি অনুষ্ঠানের ছবি তুলতে রাজি।


2010/12/22 Belayet Hossain <bellayet@gmail.com>
প্রিয় সহকর্মীবৃন্দ,
যেহেতু আগামী ৭ই জানুয়ারি ২০১১ তারিখে অনুষ্ঠিতব্য ব্লগারদের জন্য উইকিপিডিয়া ওয়ার্কশপের জন্য ভ্যেনু, প্রজেক্টর এবং ল্যাপটপের ব্যবস্থা নিশ্চিত হয়েছে। আমরা ওয়ার্কশপের ব্যপারে পাবলিক অ্যানাউন্সমেন্ট দেওয়া শুরু করতে পারি। ইন্টারনেটের ব্যাপারে এখনও অনিশ্চিত, যদি কেউ জিপিআরএস/এজ বা ওয়াইম্যাক্স মোডেম ধার দিয়ে সহায়তা করতে আগ্রহী হন, অনুগ্রহ করে জানান। আপনাদের মত পেলেই আমি উইকিপিডিয়া সহ ফেইসবুক ইভেন্ট এবং টুইটারে এ অনুষ্ঠানের কথা ঘোষণা করতে চাই। সম্ভাব্য অংশগ্রহণকারীর সংখ্যা আমরা ধরেছি ৫০। আমরা মোটামুটি কতজন অংশগ্রহণকারী পাচ্ছি তার ধারণা পেতে আমরা কোন রেজিষ্ট্রেশন পদ্ধতি রাখবো কিনা, সে ব্যাপারেও মত চাইছি।

৭ তারিখের অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করার জন্য আমাদেরই এক এক জনকে দায়িত্ব কাঁধে নিতে হবে। তাই আমি কয়েকজনকে অনুরোধ করবো নির্দিষ্ট কিছু দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্য,
এছাড়া অন্যরাও কোন দায়িত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহী হলে তাকে স্বাগতম। শুধু আমাদের জানান। দায়িত্বের ব্যাপারে কারও কোন আপত্তি এবং পরামর্শ থাকলে তা জানান।

অনুষ্ঠানের জন্য বিস্তারিত হল,

কিঃ উইকিপিডিয়া ওয়ার্কশপ
কবেঃ শুক্রবার, ৭ই জানুয়ারি, ২০১১
কখনঃ বিকেল ৩ টা
কোথায়ঃ জামিল সারওয়ার ট্রাস্ট, কাটাবন (বিস্তারিত ঠিকানা যোগ হবে)
কাদের জন্যঃ মূলত ব্লগার এবং নবীন উইকিপিডিয়ান, যারা ইতিমধ্যে প্রচলিত বাংলা ব্লগে নিয়মিত লেখালেখি করেন এবং উইকিপিডিয়া এবং উইকিপিডিয়ায় অবদানের ভাল অনুশীলনগুলো সম্পর্কে জানতে আগ্রহী।

এছাড়া একই সাথে ভ্যেনুতে ছবি সংগ্রহের যে আয়োজন থাকবে সে সম্পর্কেও প্রচারণা চালাতে হবে। সিডি/ডিভিডি বা পেন ড্রাইভে করে অফলাইনে নিজের তোলা ছবি ৭ তারিখে দুপুর থেকে ওয়ার্কশপ চলাকালীন সময়ে ভ্যেনুতে এসে দান করার ব্যবস্থার কথাও ঘোষণাও দেওয়া হবে। ছবি সংগ্রহের আয়োজনের জন্য তানভির এবং নাসিরকে অনুরোধ করবো। এ আয়োজনের প্রচারণার জন্যেও রাগিব ভাই সহ ব্লগে স্বক্রিয় সবাইকে অনুরোধ করছি।

বিষয়গুলো সম্পর্কে মতামত দিতে এবং আলোচনায় স্বক্রিয় হতে সবাইকে অনুরোধ করছি। কিছু বাদ গেলে তাও উল্লেখ করুন। সব ঠিক করে, ইনশাল্লাহ আগামীকালই এর ঘোষণা এবং প্রচারণা শুরু করবো।

ধন্যবাদান্তে,
বেলায়েত
--
Belayet Hossain
http://www.facebook.com/bellayet
http://twitter.com/bellayet
http://bellayet.wordpress.com (Bangla)
Knowledge is universal
              ...so share it.

Hillel____
If I am not for myself, who will be for me?
If I am only for myself, what am I?
If not now, when?

_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd