উইকিপিডিয়াতে অবদান না রেখে সাড়া দিন চ্যাটিং করে কাটাচ্ছে কারণ সে মনে করছে চ্যাটিং করাটা উইকিপিডিয়ায় লেখার চেয়ে বেশি আনন্দময়। আমাদেরকেই উইকিপিডিয়ায় লেখাকে আনন্দময় করে তুলতে হবে। এবং তা করা সম্ভব বিভিন্ন ভাবে, যেমন প্রতি তিন মাসে উইকিপিডিয়ানরা মিলে কোথাও বেড়িয়ে আসা। কোনো উল্লেখযোগ্য জায়গায় ঘুরে আসা সাথে ঐ জায়গা সম্পর্কে নিবন্ধের মান উন্নয়ন এবং ছবি তোলা। এতে অবদানকারী যেমন উইকিপিডিয়ায় লিখতে লিখতে এক ঘেঁয়েমি থেকে মুক্তি পাবে। আর উইকিপিডিয়ানদের সাথে সরাসরি সাক্ষাৎ তা এমনিতেই এক অদ্ভুদ মজার। এছাড়াও মাঝে মাঝে অন্য রকম আয়োজন করা সম্ভব। এতে করে ব্যবহারকারীগণ আনন্দ পাবে এবং উৎসাহ পাবে। আর এ আয়োজন করার জন্য অবশ্যই আমাদের একটি সংগঠনের বিকল্প নাই। উইকিপিডিয়ানদের এ সংগঠনের ব্যাপারে আমাদের একমত হতে হবে।

আলোচনা চালিয়ে যাওয়ার জন্য মেইলিং লিস্ট ব্যবহার করুন। দয়াকরে উইকিপিডিয়ার কোন পাতায় এ বিষয় আলোচনা করবেন না কারণ তা অন্য প্রকল্পের সাথে জড়িতরা খুজে পাবেন না। ইংরেজি উইকিপিডিয়া থেকে উইকিপিডিয়ানদের এ মেইলিং লিস্টে এবং এ আলচোনায় অংশ নিতে আনুরোধ জানানোর জন্য কাউকে দায়িত্ব নিতে অনুরোধ করছি। তারা কি বলেন। তাদের এ ব্যাপারে কি ধারণা তাও আমাদের জানতে হবে। তাদের বাদ দিয়ে অবশ্যই আমরা কিছু করতে পারবো না। আরও একটি ব্যাপার, মনিপুরী বিষ্ণুপ্রিয়া উইকিপিডিয়াও যেহেতু বাংলাদেশী উইকিপিডিয়া, রাগিব ভাইকে অনুরোধ করবো উত্তম সিং সহ ঐ প্রকল্পের সাথে জড়িতদের এ মেইলিং লিস্টে যোগ দিতে আমন্ত্রণ জানানো দায়িত্বটি নিতে।


বেলায়েত
ঊইকিমিডিয়া বাংলাদেশ


2009/8/31 jayanta nath <jayantanth@gmail.com>
উইকিপিডিয়া পাতাগুলোতে তানভীর ভাইয়ের কাজও প্রশংসাযোগ্য। সত্যিই খুব ভালো কাজ হচ্ছে। তানভীর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি ও উইকিপিডিয়া পাতাগুলোকে আরও অনুবাদ করার জন্য আহবান জানাচ্ছি।এবার উইকির প্রচারনার সম্পর্কে কিছু বলি। আমারা যারা উইকিতে কাজ করছি তারা সবাই চাইছেন উইকির ব্যবহারকারী বাড়ুক। সেটা যে কিভাবে সম্ভব তার কোন সহজ উত্তর নেই। বেলায়েত ভাই ব্যক্তিগত ভাবে যেটা করছেন,তার ফলে যদি একজনও ব্যবহারকারী পাওয়া যায়,তাহলে তো উত্তম।কারণ তানভীর ভাইয়ের কথা মত তাকে আমরা পেয়েছি এই প্রচারণার ফলেই। এখন মোট ব্যবহারকারীর সংখ্যা ৭,৭৮০ জন, কিন্তু সক্রিয় কয়জন? ১০ জনের মত হবে। আমি একটু ভারত তথা পশ্চিমবঙ্গের বাংলা ভাষার অবস্থাটা বলি, এখানে তো বাংলায়টাই বাঙ্গালি যুব সমাজের কাছে প্রায় ব্রাত্য । আমি ব্যক্তিগত ভাবে প্রচারণার চেষ্টা করেছিলাম, লক্ষ্য করলাম এখানে প্রায় সবাই রোমান হরফে বাংলা লেখে, তারা জানেই না বাংলা হরফেও লেখা যায়। আর তারা প্রায় সারাদিন চ্যাটিং করেই দিন কাটায়। তাদের কাছে ব্যপারটা, উইকিতে লিখে কি হবে? টাইপের। কিছু করার নেই, তবু আশা রাখি কাউকে না কাউকে আমরা পাবো, কারন এখান থেকেই তো আমরা ,অর্ণবকে পেয়েছি।--

জয়ন্ত
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd




--
Belayet Hossain
http://www.facebook.com/bellayet
Knowledge is universal
             ...so share it.

Hillel____
If I am not for myself, who will be for me?
If I am only for myself, what am I?
If not now, when?