:) হা হা হা,

আমি আগের মেইলটি লেখার পূর্বে, কালের কন্ঠের লিঙ্কটি দেখে নিলে ভাল করতাম।

ষষ্ঠ প্যারাতে যা রয়েছে, Wikipedia-তে বাংলাদেশের কথাসাহিত্য বা এর ইতিহাসের পাতাগুলোতে bangladeshinovels.com-এর ম্যাটার দিয়ে ভর্তি, কিছু কাটছাঁট করে যদিও। কিন্তু Bangladesh Wiki-র Bengali Articles (http://www.bengaliwiki.com/page/Bengali+Articles) এর অংশটি সবচেয়ে বেশি দক্ষতার পরিচয় দিয়েছে এ ব্যাপারে। http://www.bengaliwiki.com সাইটের সে অংশে বাংলাদেশি নভেলস-এর ৩২টি পেজকে হুবহু রাখা আছে। শুধু লেখাই রাখা নেই, ৩২টি ছবিও যত্ন সহকারে নেওয়া হয়েছে পূর্বোক্ত ৩২টি পৃষ্ঠা থেকে। কোনো স্বীকৃতি নেই, কিছুই নেই। ২৫ ডিসেম্বর ২০১০-এ নিবন্ধ লেখার সময়ও সে সাইটটির এ চৌর্যবৃত্তি বর্তমান।
অনুচ্ছেদের প্রথমে "Wikipedia" এর নাম উল্ল্যেখ করেছেন সুব্রত কুমার দাস। পরে বললেন, Bangladesh Wiki (নামটি লক্ষ্য করুন) যেটির ওয়েব ঠিকানা হচ্ছে: www.bengaliwiki.com । এদের সাথে উইকিমিডিয়া ফাউন্ডেশন এর কোন প্রকল্পের প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা নেই। তবে, তিনি উইকিপিডিয়া বিষয়টি সম্পর্কে ভুল ধারণা রাখেন - নয়তো অন্যের অপরাধের জন্য Wikipedia কে দোষারোপ করতেন না।

আমি অনেককেই নিচের তিনটি জিনিস গুলিয়ে ফেলতে দেখেছিঃ

১। Wikimedia (উইকিমিডিয়া) - একটি ফাউন্ডেশনের নাম। যারা উইকিপিডিয়া সহ আরও বেশ কয়েকটি প্রকল্প পরিচলনা করেন
২। Wikipedia (উইকিপিডিয়া) - উপরোক্ত ফাউন্ডেশনের একটি প্রকল্প। বিশ্বের বিভিন্ন ভাষায়, অনলাইনে, বিনামূল্যে, বিশ্বকোষ সেবা দিয়ে আসছে গত ১০ বছর যাবত। যা যে কেউ সম্পাদনা করতে পারেন।
৩। Mediawiki (মিডিয়াউইকি) - একটি ওয়েব ভিত্তিক উইকি (wiki) সফটওয়্যার। উপরোক্ত বিশ্বকোষ অনলাইনে চলে এই সফটে। এটি মুক্তসংকেতের ও বিনামূল্যে পাওয়া যায়। যে কেউ তাদের ওয়েবসাইটের জন্য এটি ব্যবহার করতে পারেন।

আশা করি, সুব্রত কুমার দাস এবং অন্যেরা এই পার্থক্য বুঝতে পারবেন।

মাহে আলম খান।

2011/1/7 mak <mahayalamkhan@gmail.com>
রণদীপম দা,

খুবই স্পর্শকাতর বিষয়। সাবধানে বুঝেশুনে জবাব দিতে হবে। বিষয়টি নজরে আনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসুন একটু গবেষণা করে নেই, তারপর আপনি ও রাগিব ভাই বিভিন্ন ব্লগে লিখতে পারবেন।

শুভেচ্ছা
মাহে আলম খান

2011/1/7 Ranadipam Basu <ranadipam@yahoo.com>
আজকের 'কালের কণ্ঠ' দৈনিকের সাহিত্য সাময়িকী 'শিলালিপি'তে সুব্রত কুমার দাস-এর 'ওয়েবে বাংলা সাহিত্য ও লেখকস্বত্ব নিয়ে প্রশ্ন' শীর্ষক লেখাটিতে বাংলা উইকিপিডিয়াকে চৌর্যবৃত্তির দায়ে অভিযুক্ত করা হয়েছে। লেখাটার ৬ষ্ঠ প্যারায় এ ব্যাপারে বলা হয়েছে।
উইকিপিডিয়ান কেউ কি এই অভিযোগের সত্যতা যাচাই করে দেখবেন ?
পত্রিকার সংশ্লিষ্ট লেখার লিংক :  http://www.dailykalerkantho.com/?view=details&type=gold&data=Book&pub_no=393&cat_id=3&menu_id=81&news_type_id=1&index=3

রণদীপম বসু


_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd