:) হা হা হা,
আমি আগের মেইলটি লেখার পূর্বে, কালের কন্ঠের লিঙ্কটি দেখে নিলে ভাল করতাম।
ষষ্ঠ প্যারাতে যা রয়েছে, Wikipedia-তে
বাংলাদেশের কথাসাহিত্য বা এর ইতিহাসের পাতাগুলোতে
bangladeshinovels.com-এর ম্যাটার দিয়ে ভর্তি, কিছু কাটছাঁট করে যদিও।
কিন্তু Bangladesh Wiki-র Bengali Articles
(http://www.bengaliwiki.com/page/Bengali+Articles) এর অংশটি সবচেয়ে বেশি দক্ষতার পরিচয় দিয়েছে এ ব্যাপারে।
http://www.bengaliwiki.com সাইটের সে অংশে বাংলাদেশি নভেলস-এর ৩২টি পেজকে
হুবহু রাখা আছে। শুধু লেখাই রাখা নেই, ৩২টি ছবিও যত্ন সহকারে নেওয়া হয়েছে
পূর্বোক্ত ৩২টি পৃষ্ঠা থেকে। কোনো স্বীকৃতি নেই, কিছুই নেই। ২৫ ডিসেম্বর
২০১০-এ নিবন্ধ লেখার সময়ও সে সাইটটির এ চৌর্যবৃত্তি বর্তমান।
অনুচ্ছেদের প্রথমে "Wikipedia" এর নাম উল্ল্যেখ করেছেন সুব্রত কুমার দাস। পরে বললেন, Bangladesh Wiki (নামটি লক্ষ্য করুন) যেটির ওয়েব ঠিকানা হচ্ছে: www.bengaliwiki.com । এদের সাথে উইকিমিডিয়া ফাউন্ডেশন এর কোন প্রকল্পের প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা নেই। তবে, তিনি উইকিপিডিয়া বিষয়টি সম্পর্কে ভুল ধারণা রাখেন - নয়তো অন্যের অপরাধের জন্য Wikipedia কে দোষারোপ করতেন না।
আমি অনেককেই নিচের তিনটি জিনিস গুলিয়ে ফেলতে দেখেছিঃ
১। Wikimedia (উইকিমিডিয়া) - একটি ফাউন্ডেশনের নাম। যারা উইকিপিডিয়া সহ আরও বেশ কয়েকটি প্রকল্প পরিচলনা করেন
২। Wikipedia (উইকিপিডিয়া) - উপরোক্ত ফাউন্ডেশনের একটি প্রকল্প। বিশ্বের বিভিন্ন ভাষায়, অনলাইনে, বিনামূল্যে, বিশ্বকোষ সেবা দিয়ে আসছে গত ১০ বছর যাবত। যা যে কেউ সম্পাদনা করতে পারেন।
৩। Mediawiki (মিডিয়াউইকি) - একটি ওয়েব ভিত্তিক উইকি (wiki) সফটওয়্যার। উপরোক্ত বিশ্বকোষ অনলাইনে চলে এই সফটে। এটি মুক্তসংকেতের ও বিনামূল্যে পাওয়া যায়। যে কেউ তাদের ওয়েবসাইটের জন্য এটি ব্যবহার করতে পারেন।
আশা করি, সুব্রত কুমার দাস এবং অন্যেরা এই পার্থক্য বুঝতে পারবেন।
মাহে আলম খান।
রণদীপম দা,
খুবই স্পর্শকাতর বিষয়। সাবধানে বুঝেশুনে জবাব দিতে হবে। বিষয়টি নজরে আনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসুন একটু গবেষণা করে নেই, তারপর আপনি ও রাগিব ভাই বিভিন্ন ব্লগে লিখতে পারবেন।
শুভেচ্ছা
মাহে আলম খান
2011/1/7 Ranadipam Basu <ranadipam@yahoo.com>_______________________________________________
আজকের 'কালের কণ্ঠ' দৈনিকের সাহিত্য সাময়িকী 'শিলালিপি'তে সুব্রত কুমার দাস-এর 'ওয়েবে বাংলা সাহিত্য ও লেখকস্বত্ব নিয়ে প্রশ্ন' শীর্ষক লেখাটিতে বাংলা উইকিপিডিয়াকে চৌর্যবৃত্তির দায়ে অভিযুক্ত করা হয়েছে। লেখাটার ৬ষ্ঠ প্যারায় এ ব্যাপারে বলা হয়েছে।
উইকিপিডিয়ান কেউ কি এই অভিযোগের সত্যতা যাচাই করে দেখবেন ?
পত্রিকার সংশ্লিষ্ট লেখার লিংক : http://www.dailykalerkantho.com/?view=details&type=gold&data=Book&pub_no=393&cat_id=3&menu_id=81&news_type_id=1&index=3
রণদীপম বসু
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd