2011/1/10 Md. Arif Raihan Maahi <raihanmaahi@gmail.com>
আমার কাছে মেইল আসলে তো আমি খুশি হই। মানুষ এত বিরক্ত হচ্ছে কেন???

জনাব আরিফ রায়হান,

আপনি যেমন খুশি হন, অনেকে তেমন বিরক্ত হন। হতেই পারেন, তাদের আনসাবস্ক্রাইব হতে চাওয়ার অধিকারও রয়েছে। ফ্রীডম অব স্পীচ বলে কথা। তবে, জন্মদিনের উৎসব পালনের ঘোষণার মেইলে, এরকম না বললেও পারতেন তারা। অন্য আরেকটি মেইল সাবজেক্ট "unsubscribe me" লিখে নতুন থ্রেড খুলে সেখানে বললে সবচে' ভাল হতো হয়তো। উইকিপিডিয়া তো আর ইউনিপে জাতীয় ওয়েবসাইট নয়। এটি অলাভজনক একটি সেবাভিত্তিক কার্যক্রম। যারা মেইল করে অন্যদের উদ্বুদ্ধ করেন, তারা তো কোন টাকা পাননা। আজকে, একজন আনসাবস্ক্রাইব হতে চাওয়ার পর পর, শেয়ারের দর পতনের মত ঘটনা ঘটলো। আমি (আমরা বা উনারা বললাম না) আসলেই হুজুগে বাঙ্গালী। মেইলে ট্রাফিক বিরক্ত হলে, আনসাবস্ক্রাইব না হয়েও, মেইল আসা বন্ধ করা যায়। আমি সেটি না খুঁজে - বলে দিলাম, "খেলুম না"। আগামী ১৫ তারিখে দশবছর পূর্তি উদযাপন, আশা করি একসময় বিশ বছরপূর্তি উদযাপন হবে। তখনও - অনেকেই এজাতীয় মেইলে বিরক্ত বোধ করবেন। এটিই স্বাভাবিক।

 এই মেইলিং লিস্টের সংশ্লিষ্টরা, তাঁদের (যারা নিজেদের অপসারণ করতে অনুরোধ করেছেন) লিস্ট হতে অপসারণ করে দিন। এবং কখনো তারা আবার সাবস্ক্রাইব হতে চাইলে - সদস্য করে নিন।

যারা আনসাবস্ক্রাইব হতে চান, তাঁরা এই মেইল থ্রেড সেটি না বলে, আলাদা একটি থ্রেডে বলুন। জন্মদিনের উৎসবের মজা একটু ফিকে হতে পারে। অনুরোধ রইলো, বিষয়টি ভেবে দেখবার।

সকলকে ধন্যবাদ
মাহে আলম খান