প্রিয় সুধী, আপনারা জেনে আনন্দিত হবেন যে, গত শনিবার কুমিল্লায় উইকি আড্ডা ও ফটোওয়াক অনুষ্ঠিত হয়েছে।

এখানে আমি উইকিম্যানিয়ার অভিজ্ঞতা শেয়ার করেছি, কিভাবে কুমিল্লা সম্প্রদায়কে সংগঠিত করে এগিয়ে নেয়া যায়, সে বিষয়ে আলোচনা করা হয়েছে।
উক্ত আড্ডায় আমি, অভিজ্ঞ উইকিপিডিয়া শহীদুল হাসান রোমান সহ আগ্রহী নবীন উইকিপিডিয়ান সিফাত ও ইব্রাহীম অংশগ্রহণ করেছে।
আড্ডার ছবিগুলো এখানে পাওয়া যাবেঃ https://commons.wikimedia.org/wiki/Category:Cumilla_Wikipedia_Meetup,_September_2018

এছাড়াও একটি মিনি ফটোওয়াকে আমরা অংশগ্রহণ করেছি, যেখানে নব শালবন বিহার, কুমিল্লা ক্যাডেট কলেজ সহ আরোও তিনটি স্থাপনা ছবি তুলেছি।

ফটোওয়াকের ছবিগুলো দেখা যাবে এখানেঃ https://commons.wikimedia.org/wiki/Category:Wikipedia_Photowalk,_Cumilla,_September_2018

শুভেচ্ছাসহ,
মোঃ ইব্রাহীম হুসাইন মেরাজ
কুমিল্লা উইকিপিডিয়া সম্প্রদায়