অতিরিক্ত কোনো সফটওয়্যার ছাড়াই উইকিপিডিয়াতে বাংলা লেখার জন্য একটি স্ক্রিপ্ট চালু আছে। যেখানে বাংলাদেশের জাতীয় লেআউট, অভ্র লেআউট এবং ইনস্ক্রিপ্ট লেআউট ব্যবহার করে বাংলা লেখা যায়। এই লেখার স্ক্রিপ্টটি আরও কার্যকরভাবে ব্যবহার এবং কেন্দ্রিয়ভাবে সমন্বয়ের জন্য "নারায়ম" নামের একটি এক্সটেনশন ব্যবহার করা হচ্ছে। বাংলা উইকি সোর্সে এই এক্সটেনশনটি যুক্ত আছে এবং শিঘ্রই বাংলা উইকিপিডিয়াতেও এই এক্সটেনশনটি যুক্ত করা হতে যাচ্ছে।
সম্প্রতি এই "নারায়ম" এক্সটেশনে বাংলা লেখার জনপ্রিয় "প্রভাত" লেআউটটি সংযোজন করা হয়েছে। যদিও এটি এখন পরীক্ষামূলক ভাবে সংযোজন করা হয়েছে। http://translatewiki.net ওয়েবসাইট থেকে এই লেআউটটি পরীক্ষা করা যাবে। প্রথমিকভাবে আমি দেখেছি এটি ব্যবহার করে "ফ" অক্ষরটি লেখা যাচ্ছে না। পাশাপাশি আমি অন্যান্য ব্যবহারকারীদের এটি পরীক্ষা করে দেখার অনুরোধ করছি। যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটি সমাধানের চেষ্টা করা হবে। আর যদি কোনো ত্রুটি না থাকে তবে সেটিও জানানোর অনুরোধ করছি। তাহলে খউব শিঘ্রই লেআউটটি মূল উইকি প্রকল্পগুলোতে সক্রিয় করে দেয়া হবে। * -- Nasir Khan Saikat http://profiles.google.com/nasir8891*