ফেসবুক এর গ্রুপগুলোতে এবং মেসেন্জার গ্রুপ গুলোতে মিটিং শুরুর সময় লিংক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আর একেবারে ফরমাল কথা বার্তা যা লিখা আছে বা লিখিত আকারে প্রকাশ করা যায় এমন কথা বার্তা পরিমিত পরিমানে রাখার অনুরোধ করছি।
মিটিং এর সময় পারতঃপক্ষে সবাই ফেসক্যাম অন রাখলে ভার্চুয়ালি দেখা সাক্ষাৎ হওয়ার স্বাদ এতটুকু হলেও পূরন হবে আশা করি।