সুধী,

আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ বছর উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশে উইকি লাভস মনুমেন্টস ও উইকি লাভস আর্থ প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশ বিগত বছরগুলোতে এই দুইটি প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করার ক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের উৎসহামূলক সাড়া পেয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও শীর্ষ স্থানগুলোত বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও প্রাকৃতিক স্থানের ছবি স্থান পেয়েছে। উৎসামূলক অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতাগুলো সফল করার জন্য আন্তরিক প্রচেষ্টার জন্য উইকিমিডিয়া বাংলাদেশ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞ।

আপনারা জেনে থাকবেন যে, বাংলাদেশে উইকি লাভস মনুমেন্টস ও উইকি লাভস আর্থ প্রতিযোগিতা দুইটি আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিলো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা ও প্রাকৃতিক স্থানের মানসম্পন্ন ছবি উন্মুক্ত লাইসেন্সের আওতায় প্রকাশের জন্য সবাইকে উদ্বুদ্ধ করা ও মুক্ত মিডিয়া ভাণ্ডার উইকিমিডিয়া কমন্সে তা সংগ্রহ করা যেনো উইকিপিডিয়াসহ উইকিমিডিয়ার বিভিন্ন সহপ্রকল্পে সংশ্লিষ্ট বিষয়ের নিবন্ধে ছবিগুলো ব্যবহারের মাধ্যমে বিষয়বস্তুর মান বৃদ্ধি করা সম্ভব হয়। একই সাথে মান সম্পন্ন ছবির মাধ্যমে বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্য বহির্বিশ্বের মানুষের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া সম্ভব হয়। বিগত কয়েক বছর ধরে নিয়মিতভাবে এই আয়োজন করার ফলে আমাদের এই লক্ষ্যগুলো অনেকাংশেই পূরণ হয়েছে।

তবে আমরা উপলব্ধি করেছি যে টানা কয়েক বছর ধরে নিয়মিত এই প্রতিযোগিতা দুইটি আয়োজন করার ফলে আমাদের ভাণ্ডারে যথেষ্ট পরিমাণ মানসম্পন্ন ছবি যুক্ত হয়েছে এবং একই বিষয়ের একাধিক ছবি আসায় প্রাপ্ত ছবির নতুনত্ব অনেকাংশেই হ্রাস পেয়েছে। আপনারা যারা নিয়মিতভাবে আমাদের বিভিন্ন অনলাইন সভা ও আড্ডায় অংশগ্রহণ করেন তারা জেনে থাকবেন যে, বিগত কয়েকটি আলোচনায় আমরা এ বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করেছি এবং সম্প্রদায়ের সদস্যদের সাথে এই প্রতিযোগিতাগুলোর বিকল্প হিসেবে কী আয়োজন করা যেতে পারে সে বিষয়ে আলোচনার পাশাপাশি নানা আইডিয়াও সংগ্রহ করেছি।

সম্প্রদায়ের সদস্যদের সাথে আলোচনার সাপেক্ষে উইকিমিডিয়া বাংলাদেশ এ বছর থেকে বাৎসরিক ভিত্তিতে 'উইকি লাভস বাংলাদেশ' নামে ধারাবাহিকভাবে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রতিযোগিতার ব্যানারে প্রতি বছর বাংলাদেশ সম্পর্কিত সুনির্দিষ্ট কোনো বিষয়ে ছবি প্রতিযোগিতা আয়োজন করা হবে যা ঐ বিষয়ে মানসম্পন্ন ও মূল্যবান ছবি উন্মুক্ত লাইসেন্সের আওতায় প্রকাশের ক্ষেত্রে ভূমিকা রাখবে। এ ধরনের ছবিগুলো বাংলা ও ইংরেজি উইকিপিডিয়ার সংশ্লিষ্ট বাংলাদেশ বিষয়ক নিবন্ধগুলোর মান বৃদ্ধি করার পাশাপাশি বৈশ্বিকভাবে বিভিন্ন উইকি প্রকল্পে কাজে লাগবে। এছাড়াও বহির্বিশ্বে বাংলাদেশের নানা বিষয়গুলো ফুটিয়ে তুলতেও এই প্রতিযোগিতা থেকে প্রাপ্ত ছবিগুলো ভূমিকা রাখবে। উল্লেখ্য, ঐতিহাসিক স্থাপনা ও প্রাকৃতিক স্থান ছাড়াও বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির নানা বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে মানসম্পন্ন উন্মুক্ত ছবির অভাব প্রকট।

উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে এ বছরের শেষ নাগাদ এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রতিযোগিতা শুরুর আগে যথা সময়ে প্রতিযোগিতার বিষয়, সময়সীমা, অংশগ্রহণের নিয়ম, ও অন্যান্য খুঁটিনাটি সবাইকে জানিয়ে দেওয়া হবে। আপাতত সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ।

সবাই ভালো থাকুন। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। ধন্যবাদ।


তানভির