প্রিয় সবাই,

আনন্দের সাথে জানাতে চাই যে আগামী ১৭ই জুন, ২০২২ তারিখ, রোজ শুক্রবার, ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে একটি দিনব্যাপী অফলাইন এডিটাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ এডিটাথনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। এডিটাথনে অংশগ্রহণকারীগণ সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে একসাথে লিখবেন উইকিপিডিয়ায়, সমৃদ্ধ করবেন মাতৃভাষার উইকিপিডিয়া। একইসাথে আমরা বিভিন্ন বিষয়ে সামনাসামনি আলোচনাও করব।

উল্লেখ্য, সকলের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে এডিটাথনে আসন সীমিত রাখতে হয়েছে। তাই আগ্রহীদের নিবন্ধনের ফর্ম পূরণ করার অনুরোধ জানাচ্ছি। কিছু যান্ত্রিক গোলযোগের কারণে ইমেইল পূর্বে পাঠালেও সম্ভবত ইমেইল আপনারা পাননি। এ জন্য আমি দুঃখপ্রকাশ করছি। তাই নিবন্ধনের শেষসময় বাড়িয়ে আগামীকাল (১৫ই জুন) সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময়) করা হচ্ছে। আমরা ১৫ই জুন রাতেই নির্বাচিতদের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করব।

* নিবন্ধনের লিঙ্ক: https://forms.gle/J1n2nbpikJ3heS5L7
* বিস্তারিত: https://bd.wikimedia.org/s/22u


শুভেচ্ছান্তে,
অংকন

--

Ankan Ghosh Dastider
Secretary
Wikimedia Bangladesh