সুধী,

২০২৩ সালে ইউনেস্কোর জীবন্ত ঐতিহ্য সংরক্ষণের সম্মেলনের ২০তম বর্ষপূর্তি আয়োজিত হচ্ছে। সেই উপলক্ষে সারা বিশ্বজুড়ে বিভিন্ন সম্প্রদায়, স্বেচ্ছাসেবক ও সংগঠনদের সঙ্গে আমরাও যোগ দিয়েছি এবং ১লা ফেব্রুয়ারি থেকে ৩১শে মে পর্যন্ত বাংলার জীবন্ত ঐতিহ্যগুলির সংরক্ষণে একটি মুদ্রণ সংশোধন অভিযান সংগঠিত করেছি। পূর্ববঙ্গ গীতিকা, ময়মনসিংহ গীতিকা, হারামণি, গোপীচন্দ্রের গান ইত্যাদি বইয়ে সংগৃহীত বাংলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন লৌকিক সঙ্গীতগুলিকে ইউনিকোডে রূপান্তরিত করে তোলা এই অভিযানের উদ্দেশ্য।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এখানে - https://bn.wikisource.org/s/hf4y

সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করি।

ধন্যবাদান্তে,
বোধিসত্ত্ব, পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের পক্ষ থেকে