অবশেষে উইকিমিডিয়া কমন্সে [১] এ বছরের নির্বাচিত ছবি [২] নির্বাচনের জন্য সর্বশেষ পর্বটি শুরু হয়েছে। আর এই পর্বে অংশ নিয়েছে সর্বমোট ৩৬টি ছবি [৩]। ছবিগুলো প্রথম পর্বের ১২টি বিভাগের প্রত্যেকটির ১ম, ২য়, ও ৩য় স্থান অধিকারী। প্রথম পর্বে যতো খুশি ছবিকে ভোট দেওয়ার সুযোগ থাকলেও, এ পর্বে আগ্রহী ভোটারগণ একটি মাত্র ছবিকেই ভোট দিতে পারবেন।

একটি মাত্র ভোট দেওয়ার জন্য আপনাদের ডিসিশন নিতে কষ্ট হতে পারে, এমনকি লটারিও করা লাগতে পারে মনে মনে। এবং ব্যক্তিগতভাবে আমার মনে হয়, অনেক হিসাব-নিকাশ করে অবশেষে একটি ভোট দেওয়ার পর আপনার মনে দুঃখবোধ থাকবে কারণ পছন্দের আরেকটি ছবিকে আপনি ভোট দিতে পারেননি। :(

যাই হোক, দারুণ দারুণ সব ছবি নিয়ে শুরু হওয়া এই সর্বশেষ পর্বের ভোট গ্রহণ চলবে ইউটিসি সময় অনুযায়ী ৭ জুন, ২৩:৫৯ পর্যন্ত। আর বাংলাদেশ সময় ৮ জুন, ভোর ৫:৫৯ পর্যন্ত। ভোট দেওয়ার নিয়ম ও ভোটারদের যোগ্যতা আগের মতোই [৪]।

যাঁরা ভোট দিতে পারছেন বা পারছেন না, উভয়ই ব্লগ, ফোরাম, ফেসবুক, টুইটার, আইডেন্টিকা, বা শুধু মুখের কথার মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন মুক্ত ছবির এই জয়গানের কথা। সবাইকে শুভেচ্ছা। :)

--
Tanvir Rahman
http://bit.ly/wikitanvir

[১] http://commons.wikimedia.org
[২] http://commons.wikimedia.org/wiki/Commons:Picture_of_the_Year
[৩] http://commons.wikimedia.org/wiki/Commons:Picture_of_the_Year/2010/Finalists/Medium
[৪] http://commons.wikimedia.org/wiki/Commons:Picture_of_the_Year/2010/Eligibility