আমি আরেকটি অনুরোধ করবো। এই অনুরোধটি যাঁরা ভোট দিচ্ছেন বা যাঁরা পারছেন না সবার কাছেই। তা হচ্ছে আপনারা আপনাদের পছন্দনীয় ছবিটির বিবরণটি বাংলা করতে পারেন। ভোটের পাতাগুলো অস্থায়ী, অর্থাৎ ভোটগ্রহণ শেষে কেউ দেখবে না, কিন্তু ছবির ক্যাপশনগুলো স্থায়ীভাবে রয়ে যাবে। :) তাই সম্ভব হলে সময় সুযোগ বুঝে বিবরণগুলো বাংলায় অনুবাদ করার অনুরোধ থাকলো। সব না পারলেও, অন্তত আপনাদের যেগুলো পছন্দ হয়েছে বা যেগুলোকে ভোট দিচ্ছেন। অনুবাদের জন্য সম্পাদনা পাতায় যান (অর্থাৎ ওপরে থাকা Edit বাটনে ক্লিক করুন), এরপর | description = লেখাটি খুঁজে বের করুন ({{Information লেখার নিচেই এটি পাবেন)। অতঃপর বাংলা অনুবাদ যোগ করতে তারপর লিখুন {{bn|আপনার অনুবাদকৃত লেখা}}। ব্যস তবেই হবে। আশা করি সবাই চেষ্টা করে দেখবেন। :)


--
Tanvir Rahman
http://bit.ly/wikitanvir