সুধী,

আনন্দের সাথে জানাতে চাই যে বিশ্বের উইকিমিডিয়ানদের সর্ববৃহৎ জমায়েত উইকিম্যানিয়ায় উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে জমা দেয়া মোট দুইটি সেশন নির্বাচিত হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী ১৩-১৭ আগস্ট বিশ্বজুড়ে উইকিমিডিয়া সম্প্রদায় তথা উইকিপিডিয়া, এর সহপ্রকল্প, ও অনুরূপ প্রকল্পের অবদানকারীদের নিয়ে আয়োজিত বৃহত্তম এ বার্ষিক সম্মেলনের ষোড়শ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইনে।

সম্মেলনে আমাদের সেশন:
যথাক্রমে শাবাব মুস্তাফা ভাই ও আমি সেশন দুইটি উপস্থাপন করব।

উল্লেখ্য, উইকিম্যানিয়ায় অংশগ্রহণের জন্য নিবন্ধন শেষ হচ্ছে আগামী ১৩ আগস্ট, বাংলাদেশ সময় ভোর ৫টা ৫৯ মিনিটে (১২ আগস্ট ইউটিসি ২৩:৩৯)।

বিনামূল্যে নিবন্ধন করা যাবে এখানে: https://www.eventbrite.com/e/wikimania-2021-tickets-161884957265

আগ্রহীদের নিবন্ধন করার জন্য এবং উইকিম্যানিয়ার বিভিন্ন সেশনের পাশাপাশি আমাদের সেশনে অংশ নেয়ার আমন্ত্রণ জানাচ্ছি।


শুভেচ্ছান্তে,
অংকন
--
অংকন ঘোষ দস্তিদার
সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ