প্রিয় সবাই,
আশাকরি সবাই সুস্থ আছেন। গত জুনের আড্ডার আলোচনা অনুসারে প্রতি মাসের প্রথম শনিবার বাংলা উইকিপিডিয়ার অনলাইন আড্ডা অনুষ্ঠিত হবে। জুলাই মাসের আড্ডাটি আগামী ৪ জুলাই, শনিবার, বাংলাদেশ সময় রাত ৮ ঘটিকা থেকে ১০ ঘটিকা (ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ থেকে ৯.৩০)। আড্ডাটি গুগল মিটে অনুষ্ঠিত হবে।

আড্ডাতে যোগদানের লিংক: https://meet.google.com/afq-wmwb-huk 

(আপনার কোন আলোচ্যসূচি বা এজেন্ডা থাকলে আমাকে ব্যক্তিগত মেইলে আড্ডার শুরু হওয়ার পূর্বে উল্লেখ করতে পারেন)

আমরা মূলত বাংলা উইকিপিডিয়া অবদানকারীদের সাথে সাধারণ কুশল বিনিময়সহ, উইকিপিডিয়ার বর্তমান আবস্থা, অবদান রাখা সম্পর্কে, সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন বা বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখতে আগ্রহী যে কাউকে স্বাগতম :)

ধন্যবাদ
নাহিদ সুলতান