সুপ্রিয় সুধী, আপনারা সকলেই নিশ্চয় জানেন যে গত ১লা জুলাই পৃথিবীর ৫০ টি দেশের ৫৬ টি সম্প্রদায়ের সাথে বাংলা উইকিপিডিয়ায়ও একযোগে উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১ প্রতিযোগিতা শুরু হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এটি চলবে। আমরা ইতোমধ্যেই একটি কর্মশালার আয়োজন করেছি। আগামী শুক্রবার আরেকটি প্রশিক্ষণ সেশন ও সমন্বয়সভা আয়োজিত হতে যাচ্ছে।

বিস্তারিত তথ্য:

সমন্বয়সভা ও ট্রেইনিং সেশন – উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১

তারিখ ও সময়: ১৩ আগস্ট, ২০২১; শুক্রবার; রাত ৮টা

মাধ্যম: জুম মিটিং অ্যাপ

মিটিং লিঙ্ক: https://us02web.zoom.us/j/82652210690?pwd=WlRKdllSY2dJME55Z25INU9RTGVoZz09

মিটিং আইডি: 826 5221 0690

পাসকোড: 310363

আপনাদের সকলের উপস্থিতি কাম্য।


শুভকামনায়,
রাফি।