আগামী জুলাইয়ের ১২ থেকে ১৫ তারিখ, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে উইকিম্যানিয়া ২০১৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উইকিম্যানিয়া উইকিমিডিয়া ফাউন্ডেশনের পরিচালিত উইকি প্রকল্পগুলোর অবদানকারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। বিশ্বের সর্ববৃহৎ এই উইকি সম্মেলনের এটি অষ্টম আয়োজন। এবং দ্বিতীয় বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র এই সম্মেলনটি হোস্ট করছে।

এই বার্ষিক উইকি সম্মেলনের প্রায় প্রতি বছরই বাংলাদেশি প্রতিনিধিদের উপস্থিতি ছিলো। আশা করা যায় এবারেও ব্যতিক্রম হবে না। এবার আমাদের জানামতে দুজন বাংলাদেশি উইকিম্যানিয়ায় যোগ দিচ্ছেন -- রাগিব হাসান ও আমি। কিন্তু আমাদের জানার বাইরেও আর কেউ কি উইকিম্যানিয়ায় যোগ দিচ্ছেন?

তানভির