প্রিয় সবাই,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রিয় ‘বাংলা উইকিপিডিয়া’ আজ ২৭ জানুয়ারি ১৬ বছরে পদার্পণ করেছে। ২০০৪ সালের ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হওয়া বাংলা উইকিপিডিয়া ধীরে ধীরে সমৃদ্ধ হতে হতে এখন এতে ৮০ হাজারের বেশি নিবন্ধ আছে। গত বছর এই দিনে নিবন্ধ সংখ্যা ছিলো ৬৪ হাজার।

এখন মাসে বাংলা উইকিপিডিয়াতে গড়ে অবদান রাখেন হাজারের বেশি অবদানকারী যদিও নিয়মিত অবদানকারী এখনো অনেক কম। নিবন্ধ বৃদ্ধির সাথে সাথে এখন বাংলা উইকিপিডিয়াতে নিবন্ধ পড়ার হারও বেড়েছে। গত বছর সারা বিশ্ব থেকে বাংলা উইকিপিডিয়া প্রায় ২৬ কোটি বার পড়া হয়েছে। ২০১৮ সালে যা ছিলো ১৯ কোটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।

* এ সংক্রান্ত ব্লগ: https://wikimedia.org.bd/blog/84


ধন্যবাদ

Nahid Sultan
Secretary, Wikimedia Bangladesh
https://wikimedia.org.bd