বেলাযেত ভাই,
আসসালামু আলাইকুম।
আপনার ই-মেইলের জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি, কিভাবে ১০ বছর উদযাপন করা যায়, তার একটা উদ্যোগ হিসেবে নিয়েছি উদ্বুদ্ধকরণ ও ফিযিক্যাল ক্লাব খোলার উদ্যোগ নেয়া। কতটুকু পারবো জানিনা। কারণ আমার ফ্রেন্ড সার্কেলে আমিই একমাত্র উইকিপিডিয়ান। বাকিরা সবাই বেশি ব্যস্ত বা আয়ের উৎসে শ্রম দিতে পছন্দ করে, এবং লেখালেখীর জগতে একটু বিমুখ। তবে কয়েকজনকে সাপোর্টিভ হিসেবে তৈরি করে চলেছি। দেখা যাক, কী হয়।

আমি একটা আপকামিং অনলাইন রেডিও কোম্পানিতে কাজ করছি। আমার সর্বাত্মক চেষ্টা থাকবে যাতে উইকিপিডিয়ার কিছুটা প্রচার আমি সেখানে করাতে পারি, ইনশাল্লাহ। দেখা যাক কী হয়...। আর পত্রিকায় লেখালেখির ব্যাপারে মুনির হাসান ভাইয়ের চেষ্টার প্রতি আশান্বিত হয়ে রইলাম।

আপনাদের সিদ্ধান্তগুলো বা মতামতগুলো ভালোই। আমি ব্লগ লিখছি এক বছর হলো মাত্র।
উইকিপিডিয়া একাডেমী: অন্যান্য কমিউনিটিকে উইকিপিডিয়ার উপরে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। ব্লগারদের জন্য একটি ওয়ার্কশপের আয়োজন নিয়ে কথা হয়েছে।
এই পয়েন্টটা বুঝতে পারছি না। ব্যাপারটা যদি এরকম হয় যে, ব্লগাররা এমনিতেই ব্লগে লেখালেখি করেন। তাদেরকে উইকিপিডিয়াতে কিভাবে লিখতে হবে সেটা একটু ধরিয়ে দেয়া, তাহলে বুঝেছি। আমি দু-তিনটে লেখার চেষ্টা করেছি এবিষয়ে, সচলায়তনে। আরো লেখার ইচ্ছা আছে। আশা করি আপনাদের সহায়তা এখনকার মতো জারি থাকবে।

ভালো নিবন্ধনির্বাচিত নিবন্ধে মনোনীত হয়ে পড়ে আছে অনেকগুলো নিবন্ধ। নিয়মিত রিভিউ হয় না। কয়েকজন রিভিউয়ার বৎসরখানেক থেকে রিভিউ ট্যাগ লাগিয়ে রেখেছেন, কিন্তু নিবন্ধের আলাপ পাতায় এখনও পর্যন্ত কোনো দিকনির্দেশনামূলক ট্যাগ ঝুলছে না। যদি সত্যিই এই কাজে অগ্রসর হতে হয়, তাহলে আগে, আমরা যারা সিরিয়াস এবং নিয়মিত, আমাদেরকেই (আমাকেই নয় কেন?) প্রথমে কাজটি করতে হবে। শুরু করে দিতে হবে রিভিউ করা। প্রথমেই ভালো নিবন্ধ বেছে নেয়া, তারপর সেগুলোকে নির্বাচিত নিবন্ধে উন্নীত করার জন্য যুদ্ধ করা।
সমস্যা হলো নিজের নিবন্ধে নিজে রিভিউ করা যায় না। তাই অনন্তকাল ধরে অপেক্ষা করে থাকতে হয়। সুতরাং এদিকে একদল সোচ্চার কর্মীবাহিনী দরকার। (এবিষয়ে এই আলোচনাটি^ দেখার অনুরোধ করছি)

আপনাদের সকলের প্রচেষ্টায় সমৃদ্ধ হোক মুক্ত জ্ঞানের জগত -এই কামনায়।
-মঈনুল ইসলাম

____________________________
Mayeenul Islam
Lifetime Student
e-mail: wz.islam@gmail.com
website: www.galleryM.110mb.com
blog: www.soothtruth.blogspot.com