তবে সকলের মতামত অনুসারে মিটআপটি হবে:

স্থান: বিডিওএসএন-এর নতুন অফিস
কক্ষ নং- ৮০৭, রোজ ভিউ প্লাজা
১৮৫ এলিফ্যান্ট রোড (৮ম তলা), হাতিরপুল, ঢাকা

রোজ: শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১২ (এটা কিন্তু আগামীকাল-ই)
সময়: বিকাল সাড়ে চারটা।

শুক্রবার বলে একটু পিছিয়ে দেওয়া হয়েছে। সবার গুছিয়ে আসতে একটু সময় লাগবে।

তানভির