প্রিয় সবাই,

     বড়দিন ও নতুন বছরের শুভকামনা গ্রহণ করুন।
  
     নতুন বছরে বাংলা উইকিপিডিয়া এবং এর সদস্যরা সাফল্যের শিখর স্পর্শ করুক। আমি ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে নতুনরা কিভাবে বাংলা উইকিপিডিয়ায় লেখা শুরু করবেন তা সহজে বুঝে উঠতে পারেন না। আমি নিশ্চিত যে আপনারাও এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন।
     এই অভাবটি দূর করার জন্য আমি সম্প্রতি একটি টিউটোরিয়াল ভিডিও তৈরী করেছি। এর উদ্দেশ্য হচ্ছে নতুন ব্যবহারকারীদের হাতেখড়ি দেওয়া এবং সহজে সম্প্রদায়ের সাথে একাত্ম করা।
     তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত/পরামর্শ প্রদান করুন। তাহলে আমার পরিশ্রম সার্থক হবে এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। ভবিষ্যতে আরও টিউটোরিয়াল তৈরী করার ইচ্ছে আছে। তাই আপনাদের ফীডব্যাক আমার কাছে পাথেয় হয়ে থাকবে।

https://youtu.be/P-atPCfYawM

ইতি
সিদ্ধার্থ
(Infobliss)