প্রিয় উইকিপিডিয়ান,
অনেক দিন থেকেই উইকি নিয়ে বাংলায় ভিডিও টিউটোরিয়াল তৈরির বিষয়টা মাথায় ঘুরছিল। আজ হঠাৎ করেই করে ফেললাম। সন্দেহ নেই যাচ্ছে-তাই টাইপ হয়েছে। আশা করি এধরনের আরও কিছু ভিডিও বানাতে পারলে মানুষজনকে উইকি বিষয়ে আগ্রহী করে তোলা যাবে। উইকিপিডিয়ানদের মতামত আশা করছি।

ভিডিও লিংক-- Picture and Video Uploading Process in Wikimedia Commons


-- কাজী ফয়সাল