রিমাইন্ডার: উইকিম্যানিয়া ২০২২ – বাংলাদেশ পর্বে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে আজকেই (আর মাত্র কয়েক ঘণ্টা বাকী)।

On Sat, Jul 23, 2022 at 3:25 PM Shakil hosen <mds851913@gmail.com> wrote:
প্রিয় সবাই,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিম্যানিয়া ২০২২ উপলক্ষ্যে আগামী ১২ আগস্ট উইকিমিডিয়া বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকায় উইকিম্যানিয়া ২০২২ – বাংলাদেশ পর্ব নামে একটি দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে। এই সম্মেলনে উইকিমিডিয়া প্রকল্পের অন্তর্ভুক্ত যেমন উইকিপিডিয়া, অন্যান্য উইকিসমূহ, মুক্ত জ্ঞান ও বিষয়বস্তু সম্পর্কিত সামাজিক এবং প্রযুক্তিগত দিক উপস্থাপনা ও আলোচনা করা হবে। বাংলাদেশে অবস্থানকারী উইকিমিডিয়ানরা এই সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন। আসনসংখ্যা সীমিত হবার কারণে এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে অংশগ্রহণের প্রাথমিক আবেদন সংগ্রহ করা হচ্ছে। আবেদন করতে এখানে ক্লিক করুন

উইকিম্যানিয়া ২০২২ এর বৈশ্বিক আয়োজন ১১ - ১৪ আগস্ট ২০২২ অনলাইনে অনুষ্ঠিত হবে। এই আয়োজনে অংশগ্রহণ করতে ইচ্ছুক বাংলাদেশে বসবাসকারী উইকিমিডিয়ানদের জন্য উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক সীমিত সংখ্যক ইন্টারনেট ডাটা প্যাকেজ বৃত্তি দেয়া হবে। আপনি যদি বৃত্তি পেতে আগ্রহী হন, তবে এই গুগল ফর্মটি পূরণ করুন। জমা পড়া প্রাথমিক আবেদনগুলো যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://bd.wikimedia.org/s/235

আবেদন গ্রহণ ১ আগস্ট, ২০২২ পর্যন্ত চলবে। মূল আয়োজকদলের পক্ষে,
--
শাকিল হোসেন


--
শাকিল হোসেন (he/him)
Facebook, Telegram